পুরীর জগন্নাথ মন্দিরকে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে ২৪ ঘণ্টাই। এসবের মধ্য়েই এবার মন্দিরের ওপর একটা ড্রোনের ঘোরাঘুরিকে ঘিরে চরম রহস্য দানা বেঁধেছে। এদিকে এই জায়গাটি নো ফ্লাই জোন হিসাবে পরিচিত। সেখানেই ভোর চারটের সময় দেখা গেল উড়ছে ড্রোন। ভোর ৪টে ১৫ মিনিট থেকে প্রায় আধ ঘণ্টার জন্য ড্রোনটি দেখা গিয়েছে বলে একাধিক সংবাদ মাধ্য়ম সূত্রে খবর।
এরপরই সতর্ক হয়ে যায় নিরাপত্তা বাহিনী। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি জানিয়েছেন, মন্দিরের উপরে ড্রোন ওড়ানো বেআইনি। এটা মানা হবে না। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে বা যারা এই আইন ভেঙেছে। পুরী এসপি টিম তৈরি করেছেন। তিনি তদন্ত শুরু করেছেন। আমার মনে হচ্ছে যে জড়িত সে ধরা পড়বে। ড্রোন বাজেয়াপ্ত করা হবে।
মন্দিরের চারদিকের ওয়াচটাওয়ারে পুলিশ মোতায়েন করার ব্যাপারেও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে কোনও ভ্লগার হয়তো মন্দিরের উপর ড্রোন উড়িয়ে থাকতে পারেন। তবে এর পেছনে খারাপ উদ্দেশ্য় থাকলে ছাড়া হবে না।
এদিকে পুরীর মন্দিরের উপর এভাবে ড্রোন ওড়ানোর ঘটনাকে মানতে পারছেন না অনেকেই। তবে পুরীর মন্দিরের উপর ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বিধিনিষেধ আছে। সেক্ষেত্রে কেন এই কাজ করা হল সেটা দেখা হচ্ছে।
সামগ্রিকভাবে গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে তবে দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরনের ড্রোন ওড়ানোকে কেন্দ্র করে মাঝেমধ্য়েই সমস্য়া তৈরি হচ্ছে। কেন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এই কাজ হচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন।