বাংলা নিউজ > ঘরে বাইরে > হাওড়াগামী ট্রেনে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মাতাল TTE-র, এসি কামরায় একী কাণ্ড!

হাওড়াগামী ট্রেনে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব মাতাল TTE-র, এসি কামরায় একী কাণ্ড!

ধৃত টিকিট পরীক্ষক। এএনআই

ওই কামরায় আচমকাই মাঝরাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। তারপরই যাত্রীরা ওই মাতাল টিটিইকে ধরে ফেলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা।

বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়ার কথা শোনা গিয়েছিল আগেই। সেই রেশ ফুরোয়নি এখনও। এবার রবিবার হাওড়াগামী আকাল তখত এক্সপ্রেসে এক মহিলার যাত্রীর শরীরে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মদ্য়প টিকিক পরীক্ষকের বিরুদ্ধে। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে। শোরগোল পড়েছে এই ঘটনায়। ঠিক কী হয়েছে ঘটনাটি?

ওই ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত কামরা এ-১ তে ছিলেন তাঁরা। ট্রেনটি অমৃতসর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জিআরপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। 

এদিকে ওই কামরায় আচমকাই মাঝরাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। তারপরই যাত্রীরা ওই মাতাল টিটিইকে ধরে ফেলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা। 

এদিকে ট্রেনটি যখন লখনউ স্টেশনে গিয়ে পৌঁছায় তখন ওই টিটিইকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। 

সূত্রের খবর, ট্রেনের কামরায় ঘুমিয়ে ছিলেন ওই মহিলা যাত্রী। তখন ওই টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে যাত্রীরা ছুটে চলে আসেন। এরপর মহিলার স্বামী ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। ট্রেনটি লখনউয়ের চারবাঘ স্টেশনে পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। 

এদিকে ওই টিটিইকে আটক করা হয়। কেন সেই এই কাণ্ড ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

এদিকে এনিয়ে চতুর্থবার এই ধরনের ঘটনা হল। এর আগে একাধিকবার বিমানের এক সহযাত্রী অপর সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। এনিয়ে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে নিউ ইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর শরীরে অপর এক পুরুষ যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। 

তবে এবার একেবারে ট্রেনের টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দিলেন অভিযোগ। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। তবে মহিলার স্বামী অবশ্য় ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। গোটা ঘটনাকে ঘিরে রেলযাত্রীদের সুরক্ষা ফের প্রশ্নের মুখে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল প্রয়াত প্রাক্তন প্রফেসর জিএন সাইবাবা, অভিযোগ ছিল মাওবাদী সংযোগের পকেটে রাখতেন দুই খানকে, সলমন-শাহরুখের ঝগড়া মেটানো বাবা সিদ্দিকিকে গুলি করে খুুন 'আনিসুর নিজেকে সাগ্নিক বলে পরিচয় দেয়', ত্রিধারা-কাণ্ডে দাবি TMC-র! ‘CPIM মানেই…' অনশনকারী এক চিকিৎসক অসুস্থ, পেটে প্রবল যন্ত্রণা, অবস্থার অবনতি, ভর্তি CCU-তে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করল দক্ষিণ আফ্রিকা সুদীপার রক্ত মিশিয়ে রঙ হয় দুর্গা প্রতিমায়! দশমীতে সিঁদুরে রাঙা অগ্নিদেব ঘরণী ‘‌আগের থেকে ছেলে অনেকটাই সুস্থ’‌, ছেলে অনিকেতের সঙ্গে দেখা করে জানালেন বাবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.