বলিউডের তারকা সইফ আলি খানের ওপর তাঁর নিজের বাড়িতে হামলার ঘটনায় গোটা দেশ তোলপাড়। জানা গিয়েছে, অভিনেতার শরীরে ৬ টি কোপ পড়েছে। আহত সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত অভিনেতা বিপন্মুক্ত বলে খবর। এদিকে, ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে গুজরাটের ‘জেলে বন্দি গ্যাংস্টার’এর কথা উল্লেখ করেছেন। ঠিক কার দিকে ইঙ্গিত রয়েছে কেজরিওয়ালের?
উল্লেখ্য, সইফ আলি খানের বান্দ্রার বাড়ির ভিতর অভিনেতার ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, মুম্বইয়ের ঘটনা নিয়ে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন,' একজন গ্যাংস্টার গুজরাটের জেলে বসে ভয়ডরহীনভাবে সক্রিয়। মনে হচ্ছে ওকে সুরক্ষা দেওয়া হচ্ছে।' প্রসঙ্গত, গুজরাটের সবরমতী জেলে বন্দি রয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। উল্লেখ্য, সদ্য মুম্বইতে বাবা সিদ্দিকিকে হত্যার চার্জশিটে রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের নাম। লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই তাতে ‘ওয়ান্টেড’ রয়েছে। এছাড়াও কিছু মাস আগে, সলমন খানের বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনাতেও বারবার বিষ্ণোই গ্যাংয়ের প্রসঙ্গ উঠে আসে। প্রসঙ্গত, বহু বছর আগে সলমন খান ও সইফ আলি খান একসঙ্গে ‘হাম সাথ সাথ হ্যয়’ ছবিটিতে অভিনয় করেছিলেন। সেই ছবির শুটিংয়ের সময় ঘটেছিল কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড। তথ্য বলছে, এই কৃষ্ণসার হরিণকে বিষ্ণোই সম্প্রদায় পবিত্র বলে মনে করে।
এদিকে, সংবাদ সংস্থা এএনআই বলছে, কেজরিওয়াল বলেন,' এত বড় অভিনেতা যিনি এত নিরাপদ জায়গায় থাকেন, তাঁর বাড়িতে হামলা হওয়াটা উদ্বেগের বিষয়। এতে রাজ্য ও কেন্দ্রীয় সরকার নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে সালমান খানের ওপর হামলা হয়েছিল, বাবা সিদ্দিকীকে হত্যা করা হয়েছিল। সরকার যদি এত বড় সেলিব্রিটিদের নিরাপত্তা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষের কী হবে? ডাবল ইঞ্জিন সরকার জনগণকে সুশাসন বা নিরাপত্তা দিতে পারে না।' এদিকে, কেজরিওয়ালের মন্তব্যের প্রেক্ষিতে দিল্লির বিজেপি প্রেসিডেন্ট বীরেন্দ্র সচদেবা বলেন,' কিসের ভিত্তিতে প্রশ্ন করছেন অরবিন্দ কেজরিওয়াল? প্রথমে দিল্লি দেখুন যেখানে আপনি ক্ষমতায় আছেন। আগে আপনার কালো কাজ ও নোংরা কাজের জবাব দিন।'