বেশ কয়েক টন ওজনের মহাকাশীয় জঞ্জাল আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এমনই হওয়ার আশঙ্কা করছেন মহাকাশ গবেষকরা।
চিনের লং মার্চ 5B রকেটের অংশ এটি। চিনের প্রস্তাবিত স্পেস স্টেশনের প্রথম মডিউল মহাকাশে পৌঁছতে এটি ব্যবহার করা হয়েছিল। আর কয়েক সপ্তাহের মধ্যেই এটি আছড়ে পড়তে চলেছে পৃথিবীর বুকে।
সাধারণত এ ধরনের স্পেস ডেব্রি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশের সময়েই ধ্বংস হয়ে যায়। বায়ুমন্ডলে প্রবল বেগে প্রবেশের সময়ে ঘর্ষণে তা জ্বলে ওঠে। কিন্তু এক্ষেত্রে সেটি সম্পূর্ণভাবে জ্বলে নিঃশেষ হবে না বলেই মনে করা হচ্ছে।
কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা? রকেটটির কক্ষপথ পর্যালোচনা করে জানা গিয়েছে, নিউ ইয়র্কের উত্তর অংশে এটি আছড়ে পড়তে পারে। এছাড়া বেজিং, মাদ্রিদ কিংবা দক্ষিণ চিলিতেও আছড়ে পড়তে পারে এই স্পেস ডেবরি।
গত বছরেও চিনের একটি রকেটের অংশ এভাবেই আছড়ে পড়েছিল পৃথিবীর বুকে। সেই সময়ে আফ্রিকায় সেই রকেটের কিছু অংশ খসে পড়েছিল। যদিও পুরো অংশটি আতলান্তিক মহাসাগরে এসে পড়ে।