শরীরের ভেতর থেকে নানা ধরনের জিনিসপত্র বের করার নজির রয়েছে। চিকিৎসকরা রীতিমতো অপারেশন করে সেই সব জিনিসপত্র বের করেন শরীরের অভ্য়ন্তর থেকে। তবে এবার মধ্য়প্রদেশের ছত্তরপুরে যে ঘটনা হয়েছে তা অবাক করার মতোই। এক রোগীর পেটে খুব যন্ত্রণা হচ্ছিল। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এক্স রে করা হয়। আর এক্স-রে রিপোর্ট দেখে হতবাক চিকিৎসক। দেখা যায় তাঁর মলদ্বারে আটকে রয়েছে একটি লাউ।
৬০ বছর বয়সি ওই কৃষক প্রচণ্ড পেটে ব্যথার অভিযোগ নিয়ে চিকিৎসকদের কাছে এসেছিলেন। চিকিৎসকরা এক্স-রে করেন, তাতে তাঁর মলদ্বারে লাউয়ের উপস্থিতি ধরা পড়ে। তবে সবজিটি কীভাবে তার মলদ্বারে গেল তা স্পষ্ট নয়। ওই ব্যক্তিও এনিয়ে কোনও ব্যাখ্যা দেননি।
ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। দুই ঘণ্টা জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা বস্তুটি অপসারণ করতে সক্ষম হন। ডঃ মনোজ চৌধুরী, ডঃ নন্দকিশোর জাতভ, ডাঃ আশিস শুক্লা এবং ডাঃ সঞ্জয় মৌর্য এই অভিযান পরিচালনা করেছিলেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের অস্ত্রোপচার করা হয়। প্রক্রিয়া শেষে চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি আশঙ্কামুক্ত এবং সুস্থ হয়ে উঠেছেন।
ডাঃ চৌধুরী টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন যে এই ঘটনার পিছনে কারণ মানসিক অসুস্থতা, টেস্টিকুলার ডিসঅর্ডার বা দুর্ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। সঠিক পরিস্থিতি নির্ধারণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এদিকে লাউয়ের জেরে তাঁর শিরা ছিঁড়ে গিয়েছিল। এর জেরে তাঁর তলপেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মলদ্বার দিয়ে লাউটাকে ভেতরে প্রবেশ করানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাঁর মলদ্বার থেকে লাউটি বের করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন ওই রোগীর মানসিক অবস্থা ঠিকঠাক নেই। হয়তো সেই অসুস্থতা থেকেই এই ঘটনা তিনি কাজটি করেছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, ওই লাউটির দৈর্ঘ্য ছিল প্রায় দেড় ফুট।
এর আগে ভিয়েতনামে একই ধরনের ঘটনা হয়েছিল। ৩৪ বছর বয়সি এক ব্যক্তি যখন পেটে প্রচণ্ড খিঁচুনির জন্য একজন ডাক্তারের কাছে গিয়েছিলেন, তখন আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে করার পরে, চিকিৎসকরা দেখতে পেয়েছিলেন যে তার অসুস্থতার পিছনে কারণ ছিল একটি জীবন্ত ইল... তার পেটে আটকা পড়েছে। চিকিৎসকদের ধারণা, ৩০ সেন্টিমিটার ওজনের ঈলটি তার মলদ্বার দিয়ে ওই ব্যক্তির শরীরে ঢুকে কোলন দিয়ে ঢুকে যায়।
চিকিৎসকরা বলেন, 'এটি একটি বিরল ঘটনা। হাই হা জেলা মেডিকেল সেন্টারের সার্জারি বিভাগের প্রধান ডাঃ ফাম মান হাং ডক্টরস হেলথ অ্যান্ড লাইফ সংবাদপত্রকে বলেছেন, মলদ্বার অঞ্চলে প্রচুর পরিমাণে মল তরল থাকে এবং সহজেই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়, তবে এটি নিরাপদে সঞ্চালিত হয়েছিল, তাই অস্ত্রোপচারে কোনও সমস্যা হয়নি।