দেশজুড়ে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের বাড়িতে যখন সিবিআই থেকে ইডি হানার খবর উঠে আসছে, তখন মুম্বইয়ের ভিকরোলিতে উঠে এল, এক ভুয়ো আয়কর তল্লাশির ঘটনা। এই ভুয়ো আয়কর তল্লাশির খপ্পরে পড়ে যান ভিকরোলির মায়াঙ্ক বাজাজ নামে এক ব্যবসায়ী।
সামনেই গণেশ চতুর্থী। মুম্বই জুড়ে সাজো সাজো রব। তারই মাঝে বড়সড় ডাকাতির ছক কষে ভিকরোলির 'সোনাটা গ্রিন বিল্ডিং' এর মায়াঙ্ক বাজাজের বাড়িতে ঢুকে পড়ে বেশ কয়েকজনের দল। চোখে মুখে ব্যাপক আত্মবিশ্বাস, কড়া দৃষ্টি নিয়ে সেই লোকজনের দল নিজেদের আয়কর কর্তা পরিচয় দিয়ে মায়াঙ্কের বাড়ির ভিতর প্রবেশ করে। স্টাইলটা ঠিক যেন 'স্পেশ্যাল ২৬' ফিল্মের অক্ষয় কুমার, অনুপম খেরদের মতো! আর ব্যবসায়ীর বাড়িতে ঢুকেই ১ লাখ টাকা নগদ নিয়ে পালাবার তালে ছিল তারা। বাড়িতে তখন ছিলেন না বাড়ির কর্তা। কর্ত্রীর হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় ফোন। সমস্ত ঘটনার পর যখন কর্তা বাড়ি আসেন , তখন গোটা ঘটনা তিনি সিসিটিভিতে দেখেন। ফুটেজ পাঠান আয়কর দফতরের কর্তাদের কাছে। এরপর সময় নষ্ট করতে হয়নি। পুলিশ এসে পড়ে ঘটনাস্থলে। Viral Video: ব্রিটিশ প্রধানমন্ত্রীর দৌড়ে পিছিয়ে থাকা ঋষি আরতি করলেন গৌমাতার
জানা গিয়েছে, বাড়ির পরিচারিকা নীতা কাম্বলে ওই ভুয়ো সিবিআই গ্যাংয়ের লোকজনকে খবর দেন। নীতা জানতেন বাড়িতে বিশাল অঙ্কের টাকা এসেছে। আর সেই খবরই তিনি ওই গ্যাংয়ের কাছে দেন। পুলিশ জানিয়েছে ঘটনায় ৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত মাস্টারমাইন্ডদের গ্রেফতারি এখনও বাকি। পুলিশ এই গোটা চক্রকে গ্রেফতার করার উদ্যোগ নিয়েছে।