বাংলা নিউজ > ঘরে বাইরে > Jhansi Hospital Fire: ‘আমার হাতে ভাবার মতো সময় ছিল না...’ ঝাঁসির জতুগৃহ থেকে একাই ১৫টি শিশুকে উদ্ধার করেন রাম কৃপাল!

Jhansi Hospital Fire: ‘আমার হাতে ভাবার মতো সময় ছিল না...’ ঝাঁসির জতুগৃহ থেকে একাই ১৫টি শিশুকে উদ্ধার করেন রাম কৃপাল!

শুক্রবার রাতের অভিজ্ঞতা শোনাতে গিয়ে এখনও শিউড়ে উঠছেন রাম কৃপাল সিং

একজন নার্স চিৎকার করতে শুরু করেন, 'আগুন লেগেছে! আগুন লেগেছে! বাচ্চাদের বাঁচান!' নার্সের ঠিক পিছনেই ঘন কুয়াশার মতো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছিল! সেই ধোঁয়ায় দ্রুত ওই চত্বর ভরে যায়।

শুক্রবার রাত তখন ১০টা বেজে ৪০ মিনিট। ঝাঁসির হাসপাতাল চত্বরের মধ্যেই রয়েছে টিনের ছাউনি দেওয়া একটি অংশ। যেখানে অপেক্ষা করছিলেন ৫৪টি সদ্যোজাত শিশুর মা!

তাঁদের সকলের সন্তানই সেই সময় ভর্তি রয়েছে হাসপাতালের নিকু (সদ্যোজাতদের চিকিৎসার জন্য বরাদ্দ বিভাগ) ওয়ার্ডে। মায়েরা অপেক্ষা করছিলেন, কতক্ষণে সন্তানদের স্তন্যপান করানোর ডাক পাবেন, সেই জন্য।

তখনও তাঁরা জানেন না, আর কয়েক মুহূর্তের মধ্যে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে! সেই সময়েই হাসপাতালের তরফে ঘোষণা করা হয়, ১০ জন মা প্রথমে আসবেন তাঁদের সদ্যোজাত সন্তানদের স্তন্যপান করাতে।

এই ১০ জন মায়ের মধ্যেই ছিলেন রজনী। সঙ্গে ছিলেন তাঁর শ্বশুর, পেশায় আইনজীবী রাম কৃপাল সিং। রজনী সবেমাত্র পুত্র সন্তানের জন্ম দিয়েছেন (৭ নভেম্বর, ২০২৪)। কিন্তু, শ্বাসকষ্ট শুরু হওয়ায় শিশুটিকে গত ৮ নভেম্বর থেকে ঝাঁসির এই হাসাপাতালের নিকু ওয়ার্ডে ভর্তি রাখা হয়।

রজনীকে দ্রুত ভিতরে যাওয়ার জন্য তাড়া দিচ্ছিলেন রাম কৃপাল সিং। কিন্তু, হঠাৎই তিনি থমকে যান। দেখেন, সামনে থেকে ছুটে আসছেন একজন নার্স। ভয়ে চিৎকার করছেন তিনি। তাঁর শালোয়ারে আগুন জ্বলছে!

ওই নার্স চিৎকার করতে শুরু করেন, 'আগুন লেগেছে! আগুন লেগেছে! বাচ্চাদের বাঁচান!' নার্সের ঠিক পিছনেই ঘন কুয়াশার মতো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে এগিয়ে আসছিল! সেই ধোঁয়ায় দ্রুত ওই চত্বর ভরে যায়।

সেই মুহূর্তের কথা স্মরণ করে এখনও চমকে উঠছেন রাম কৃপাল সিং। তিনি বলেন, 'আমি দৌড়ে ভিতরে গেলাম। আমার চোখ জ্বালা করছিল। দম বন্ধ হয়ে আসছিল। আমার কাছে ভাবার মতো সময় ছিল না। শুধু আমি যতগুলো সম্ভব, ততগুলো বাচ্চাকে তুলে নিয়েছিলাম। আমি মনে হয় ১৫টি কিংবা তার থেকেও বেশি শিশুকে তুলে নিয়ে লোকজনের হাতে তাদের দিয়ে দিয়েছিলাম। তাঁরা বাচ্চাগুলিকে দ্রুত বাইরে নিয়ে গিয়েছিলেন।'

রাম কৃপাল বলেন, 'মনে হচ্ছিল যেন বোমা ফেটেছে। সেই বোমার কোনও শব্দ নেই, কিন্তু তা প্রাণঘাতী! বাচ্চাগুলো ঝলসে গিয়েছিল। সেই অবস্থাতেও কয়েকটি শিশু খুব ক্ষীণ গলায় কাঁদছিল। চারিদিকে শুধু আগুন আর আগুন!'

রাম কৃপাল আরও জানিয়েছেন, তাঁরা অনেক কষ্টে ওই ওয়ার্ডের একটি জানলার লোহার গ্রিল ভেঙে ফেলেন, তাতে সামান্য পরিমাণ ধোঁয়া বের করা গেলেও আদতে কোনও লাভ হয়নি।

সেখানে পবন নামে একজন ওয়ার্ড বয় ছিলেন। রাম কৃপাল জানান, মাত্র এক মিনিটের মধ্যে পবন সেখানে রাখা চারটি ফায়ার এক্সটিংগুইশারের সবকটিই ব্যবহার করে ফেলেছিলেন। কিন্তু, তাতেও আগুন বাগে আনা যায়নি।

অন্যদিকে, যাঁদের সন্তান ভিতরে ছিল, তাঁরা সকলেই তখন ভিতরে ঢুকে নিজেদের বাচ্চাকে বাঁচাতে চাইছিলেন। সেটা করতে গিয়ে বহু মহিলাও ভিতরে আটকে পড়েন। এদিকে, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সেই সময়ে সেখানে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের একাংশ এসে পৌঁছন। তাঁরা তাঁদের মোবাইলের টর্চ জ্বেলে সকলকে পথ দেখিয়ে ঘটনাস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন।

রাম কৃপাল জানান, চিকিৎসকরা কোনও ক্রমে দগ্ধ শিশুদের কোলে তুলে জরুরি বিভাগের দিকে দৌড়চ্ছিলেন। অনেক বাবা-মাও তাঁদের পিছনে দৌড়চ্ছিলেন। কিন্তু, সেই শিশু তখনও জীবিত ছিল কিনা, তা বোঝা অসম্ভব ছিল।

এদিকে, হাসপাতালে আরও একটি নিকু ওয়ার্ড নির্মাণের কাজ চলছে। যার জেরে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছতে যথেষ্ট বেগ পেতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দমকলের এক আধিকারিক জানিয়েছেন, নিকু ওয়ার্ডের নকশা এবং মাত্র দু'টি ঢোকা-বেরোনোর পথ তাঁদের উদ্ধার কাজে অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়ায়।

রাম কৃপাল এবং তাঁর মতো অন্যান্য একাধিক প্রত্যক্ষদর্শী মনে করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির জন্যই এত বড় একটি দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, এই ঘটনার পর রাম কৃপাল সিংয়ের নাতিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরবর্তী খবর

Latest News

উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার ৬ দিন আগেই বিয়ে হয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল ভারতীয় নৌসেনার অফিসারের DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! মরে গেল কথা,বউ হারিয়ে মদ্যপ এভি! এবার কি সাহেবের জন্য সুস্মিতার বদলে নতুন নায়িকা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় বাঙালি পর্যটক ছিলেন না তো? খোঁজখবর শুরু নবান্নের ‘যদি ভারতে থাকতে পারতাম…’ মোদীর আমন্ত্রণে ডিনারের পর মুগ্ধ ভান্স-পুত্র পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের Skin Care: ফাটাফাটি ত্বক চান? রাতে ঘুমনোর আগে এই ৮ খাবার খান রাগী বিক্রম থেকে ভীতু অনির্বাণ, ‘মৃগয়া’-র ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন ঋত্বিক পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ২৬, ‘আমার বরের মাথায় গুলি করল’ বুকফাটা কান্না মহিলার

Latest nation and world News in Bangla

৬ দিন আগেই বিয়ে হয়, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হল ভারতীয় নৌসেনার অফিসারের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত ২৬, ‘আমার বরের মাথায় গুলি করল’ বুকফাটা কান্না মহিলার অন্ধ্রে উষা ভান্সের পৈতৃক বাড়িতে হঠাৎ হাজির রাজস্ব দফতরের আধিকারিকরা, কী কারণে? ‘যাও মোদীকে বোলো এটা..’, স্বামীকে গুলি করে স্ত্রীকে হাড়হিম করা বার্তা জঙ্গিদের মহিলারা কখনও পোপ হতে পারবেন না! কেন? ২ ঘণ্টায় ১১৬ লক্ষ মানুষও ভোট দিতে পারতেন! রাহুলকে চাঁচাছোলা জবাব কমিশনের ‘ছাড়া হবে না’, কাশ্মীরে জঙ্গি হামলায় জেড্ডা থেকে বার্তা মোদীর!কোন নির্দেশ শাহকে মুখ্যমন্ত্রিত্ব যেতেই অতিশীর নিরাপত্তায় কাটছাঁট, নির্দেশ শাহের মন্ত্রকের অভিবাসনেই সবথেকে মন কেড়েছেন, তাও ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে, সামনে নয়া রিপোর্ট প্রশিক্ষণের জন্য একাই বিমান ওড়াচ্ছিলেন ট্রেনি পাইলট, ভেঙে পড়ল লোকালয়ে!

IPL 2025 News in Bangla

উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার! পন্তকে প্যাড পরিয়ে বসিয়ে রাখল LSG, খেলাল ২টি বল, কার সিদ্ধান্ত? প্রশ্ন কুম্বলের রোহিত-কোহলি-জাদেজা অবসরে, IPL-এ চমক দেখিয়ে T20 WC 2026-এর দলে ঢুকতে পারেন কারা? KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ একানায় ফিরে আবেগে ভাসলেন লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন! LSG vs DC ম্যাচে নজরে রাহুল

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.