কুকুরকে ভালোবাসেন অনেকেই। আবার কুকুরকে ভালোবেসে খেতেও দেন অনেকে। কিন্তু কুকুরকে খেতে দেওয়া নিয়ে নানা সময়ে নানা ধরনের ঝামেলা, নানা ধরনের বিতর্ক তৈরি হয়। এবার এই পথকুকুরকে খাওয়ানো নিয়ে দিল্লির এক বাসিন্দা সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আর তার জেরেই নেটপাড়া কার্যত দুভাগে বিভক্ত। রেডিট ব্যবহারকারী ওই ব্যক্তি কুকুরপ্রেমীদের জানিয়েছেন, যদি কুকুরদের পুষতে না পারেন তাহলে তাদের খাওয়াবেন না।
তিনি লিখেছেন, আমি কুকুর ভালোবাসি কিন্তু কুকুরপ্রেমীরা সবথেকে খারাপ মানুষ হতে পারেন।
তিনি ওই পোস্টে লিখেছেন,আমার বাড়ির পরিচারিককে কুকুরে কামড়েছিল। তার বাড়ির সামনে কুকুরে কামড়েছিল। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমার প্রতিবেশী কুকুরকে খেতে দেন। তার জেরেই এই ঘটনা হয়েছে।
তিনি লিখেছেন, যদি কুকুরকে ভালোবাসেন তবে তাদেরকে প্রতিপালন করুন। তাদেরকে প্রতিপালন করার ইচ্ছা না থাকলে তাদেরকে খাওয়াবেন না। আজ আমাদের বাড়ির পরিচারিকাকে রাস্তার কুকুরে কামড়েছিল। আমার প্রতিবেশী সেই কুকুরদের খাওয়াতেন। আমার ওই প্রতিবেশী কুকুর নিয়ে কখনও পার্কে যেতেন না। সোসাইটির বাইরেও যান না। খালি আমার বাড়ির সামনে খেতে দেবেন। আর তারই ফলশ্রুতিতে আমার বাড়ির পরিচারিকাকে কুকুরে কামড়েছে। সে যখন বাইরে বেরিয়েছিল তখনই কামড়ে দিয়েছে।
তিনি লিখেছেন এই প্রথমবার এই কুকুরকে খাওয়ানোর জন্য় এমন হল এমনটা নয়। আমাদের অন্য়ান্য পরিচারিকা, ডেলিভারির লোকজনকে আগে কামড়েছে। একজন মহিলা মারাও গিয়েছেন এর জেরে।
তিনি লিখেছেন, আমাদের পরিচারিকার পাঁচজন বাচ্চা রয়েছে ও স্বামী রয়েছে। তাদেরকে কে দেখবে? আপনি? আপনি কি জানেন Rabiesএর মৃত্য়ুর হার? ভ্যাকসিন দেওয়ার পরেও Rabies মৃত্যু ডেকে আনতে পারে। আমি যেভাবে বিষয়টি দেখছি যদি কুকুরকে খাওয়াতে হয় তবে আপনার বিল্ডিংয়ে খাওয়াবেন না। কামড়ে দিতে পারে। সোসাইটির বাইরে নিয়ে গিয়ে খাওয়ান। মানুষ যেখানে থাকে তার বাইরে চলে যান। পথকুকুরকে খাওয়ানো বন্ধ করুন। তারা রোগ ছড়ায়। একদিন তারা যে কোনও কাউকে কামড়ে দিতে পারে। কতটা ক্ষতি হয়ে যাবে সেটা বুঝতেই পারবেন না।
এই পোস্টের পরেই নেটপাড়া দুভাগে ভাগ হয়ে গিয়েছে। কেউ বলছেন ওই ব্যক্তি ঠিকই বলছেন। আর অপরজন বলছেন কর্তৃপক্ষের উচিত পথকুকুরদের দেখভাল করা।
একজন লিখেছেন..রোজ চিৎকার করে তিনটে কুকুর। দুটো বাচ্চা ও এক লোককে কামড়েছে। কিছু মহিলা খাইয়ে যায় ওদের। ইডিয়ট কুকুর প্রেমী।
অপরজন লিখেছেন, কুকুর সহ অন্যান্যদের ওখানে থাকার অধিকার রয়েছে। সেখান থেকে তাড়ানো বেআইনি।