চেন্নাইয়ের ২৬ বছর বয়সি এক যুবক আত্মহত্যা করেছেন বলে খবর। তাঁর মা ক্যান্সারের চিকিৎসার জন্য অর্থ জমিয়েছিলেন। আর সেই টাকা তিনি অনলাইনে রামি গেম খেলে খরচ করে ফেলেছেন বলে অভিযোগ। তার মা এবং ভাই তাঁকে এরপর বকাঝকা করেছিলেন বলে খবর। তারপরই তিনি নিজেকে শেষ করে দেন বলে খবর।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, শুক্রবার নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর শনিবার সকালে তাঁর দেহ মেলে।
রিপোর্টে জানা গিয়েছে, চেন্নাইয়ের চিন্নামালাইয়ের সেকেন্ড স্ট্রিটের বাসিন্দা ওই ব্যক্তি মাঝেমধ্যে খাবারের ব্যবসা করতেন। ওই ব্যক্তির বাবা আট বছর আগে মারা যান এবং তিনি তার মা ও ভাইয়ের সঙ্গে থাকতেন।
কোভিড -১৯ মহামারী চলাকালীন, তিনি অনলাইন গেম খেলতে শুরু করেছিলেন, গেমিংয়ে আসক্ত হয়ে পড়েছিলেন এবং অনলাইনে রামি খেলার জন্য তিনি মায়ের জমা টাকাও খরচ করে ফেলেন। তাঁর ক্যান্সার আক্রান্ত মা ওই টাকা জমিয়ে রেখেছিলেন। তাঁর কাছ থেকে ৩০,০০০ টাকা চুরি করেন। ঘটনার পরেই তার মা ও ভাই তাকে বকাঝকা করেন। এরপরই ওই ব্যক্তি নিখোঁজ হয়ে যায় এবং তার পরিবার তাকে খুঁজতে শুরু করে। তবে তার ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের বাড়িতেও খোঁজ নেন তাঁরা।
শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে দেখেন, ছাদের একটি ঘরে টিভির তার দিয়ে গলায় শ্বাসরোধ করে নিজেকে শেষ করেছেন তিনি।
খবর পেয়ে কোট্টুপুরম থানার একটি দল ওই বাড়িতে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
(আপনার যদি সহায়তার প্রয়োজন হয় বা এমন কাউকে চেনেন তবে দয়া করে আপনার নিকটস্থ মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন।
হেল্পলাইন: আশা: ০২২ ২৭৫৪ ৬৬৬৯; স্নেহা ইন্ডিয়া ফাউন্ডেশন: +914424640050; সঞ্জীবনীঃ ০১১-২৪৩১১৯১৮; রোশনি ফাউন্ডেশন (সেকেন্দ্রাবাদ): 040-66202001, 040-66202000; একটি জীবন: 78930 78930; সেবা: 09441778290)