মুম্বইয়ের লোকাল ট্রেন। মুম্বইয়ের লাইফলাইন বলেও পরিচিত। সেই লাইনের চাকার পাশে আটকে গিয়েছিলেন এক ব্যক্তি। আর সেই ব্যক্তিকে উদ্ধারে এগিয়ে এলেন নিত্যযাত্রীরা। মানবিক মুখ দেখল মুম্বই। বুধবার বিকালে ভাসি স্টেশনে এই ঘটনা ঘটে বলে খবর। রেডিটে সেই ভিডিয়ো শেয়ার করেছেন এক ব্যক্তি। সেখানে দেখা যাচ্ছে ট্রেনের অধিকাংশ যাত্রী নেমে সেই ট্রেনের কামরাকে একপাশে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। কেবলমাত্র ওই আটকে পড়া ব্য়ক্তিকে ভেতর থেকে বের করার জন্য। এই ছবি দেখে স্বাভাবিকভাবেই উচ্ছসিত নেটপাড়া।
৪১ সেকেন্ডের একটি ক্লিপ। সেখানে সেখানে দেখা যাচ্ছে যাত্রীরা নেমে পড়েছেন প্লাটফর্মে। এরপর কামরাটিকে সরানোর চেষ্টা করছেন। কারণ সেই কামরার পাশেই এক যাত্রী আটকে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করার জন্য মরিয়া চেষ্টা করছেন অন্যান্য যাত্রীরা।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ট্রেনটিকে একপাশে ঠেলে দেওয়ার জন্য যাত্রীরা সর্বশক্তি প্রয়োগ করছেন। এই ভিডিয়ো প্রশংসা কুড়িয়েছে বহু নেটনাগরিকের। কারণ এভাবে বিপদে পড়া সহযাত্রীর প্রতি অধিকাংশ যাত্রীর এগিয়ে আসার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই মন কেড়েছে অনেকের।
৪১ সেকেন্ডের ওই ভিডিয়ো। সেই ভিডিয়ো প্রশংসা কুড়িয়েছে বহু মানুষের। সেখানে দেখা যাচ্ছে একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে কোচটিকে একপাশে ঠেলে ধরার চেষ্টা করছেন যাত্রীরা। মূলত আটকে পড়া যাত্রীকে উদ্ধার করার জন্যই এই চেষ্টা।
ক্যাট অফ কালচার নামে ওই রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, আমি যখন এটা রেকর্ড করেছিলাম মানুষরা যেমন তেমন ভাবে কামরাটিকে ঠেলছিলেন। পরে একেবারে দল বেঁধে তারা কামরাটিকে ঠেলে ধরার চেষ্টা করছিলেন। এদিকে অনেকেই জানতে চেয়েছেন ওই লোকটি কি বেঁচে রয়েছেন? তবে যিনি এই ভিডিয়ো পোস্ট করেছেন তিনি জানিয়েছেন, তিনি বেঁচে গিয়েছেন। তাঁর সামান্য চোট লেগেছে। কিন্তু তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।
অপর একজন জানিয়েছেন, ওই ব্যক্তির হাঁটুতে চোট লেগেছে। কিন্তু তিনি স্থিতিশীল রয়েছেন।
তবে এই ভাবে সহযাত্রীদের পাশে থাকার ঘটনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এভাবে আরও মানবিক হয়ে উঠুন সহযাত্রীরা। এটাই চান সকলেই।