সাত সকালে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল মুম্বইয়ে। একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচ জনকে ধাক্কা মারল। ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। তবে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘটনায় আহত পাঁচ জনের মধ্যে রয়েছেন দুজন বিদেশি নাগরিক। এই ঘটনায় পুলিশ গাড়ি চালককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। আহতদের মধ্যে কয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বেপরোয়া গতির জেরে ডিভাইডারে ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত যুবতী স্কুটি চালক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মার্সিডিজ গাড়িটি মুম্বইয়ের একটি হোটেলের। সেখান থেকে বিমানবন্দর এসেছিল গাড়িটি। গাড়ির চালক পরশুরাম দাদানভরে বিমানবন্দরে যাত্রীদের নামাতে যাচ্ছিলেন। সেই সময় সামনে স্পিড ব্রেকার দেখে তিনি গাড়ির ব্রেক কষতে যান। কিন্তু, তার বদলে তিনি পা চেপে দেন অ্যাক্সিলারেটরে। তাতে গাড়ির গতি আরও বেড়ে যায় এবং স্পিড ব্রেকারে আঘাত করে গাড়িটি পাশে থাকা একটি রেলিংয়ে ধাক্কা মারে। এরপর সেখানে দাঁড়িয়ে থাকা পরপর পাঁচজনকে ধাক্কা মারে গাড়িটি। তাতে ওই পাঁচ জন আহত হন। জানা গিয়েছে, তারা সকলেই বিমানের যাত্রী ছিলেন। বিদেশি দুই নাগরিক চেক প্রজাতন্ত্রের বাসিন্দা। মুম্বই থেকে তাদের বাড়ি ফেরার কথা ছিল।
এদিনের ঘটনায় আহত সকলেই পুরুষ। দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজন পায়ে গুরুতর চোট পেয়েছেন। যার মধ্যে একজনের পায়ের অস্ত্রোপচার হতে পারে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মার্সিডিজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, পাঁচ জনেরই অবস্থা স্থিতিশীল। মুম্বই পুলিশ গাড়ি ও চালক উভয়কেই হেফাজতে নিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ছিলেন না বা মাদকাসক্ত ছিলেন না। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত আরও তিনজনকে বিমানবন্দরের ক্রু কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একজন আধিকারিক বলেছেন, যে চালক নেশাগ্রস্ত ছিলেন না বলে মনে হচ্ছে। ভূলবশত তিনি ব্রেক না কষে অ্যাক্সিলারেটর পা দিয়েছিলেন। যার কারণে ঘটনাটি বিমানবন্দরের এক নম্বর গেটের কাছে ঘটেছিল। একজন আধিকারিক জানিয়েছেন, চালকের ডাক্তারি পরীক্ষা করা হবে। তিনি অ্যালকোহল পান করে গাড়ি চালাচ্ছিলেন কি না তা আরও স্পষ্ট হয়ে যাবে।