বাংলা নিউজ > ঘরে বাইরে > এই প্রথম মাঝারি ব্ল্যাকহোল সৃষ্টি প্রত্যক্ষ করলেন গবেষকরা

এই প্রথম মাঝারি ব্ল্যাকহোল সৃষ্টি প্রত্যক্ষ করলেন গবেষকরা

দুই ব্ল্যাকহোলের বিলয়ের রেখাচিত্র

‘ছোট ছোট ব্ল্যাকহোল থেকে কী করে প্রকাণ্ড ব্ল্যাকহোলগুলি তৈরি হয় তা জানতে আমাদের মাঝারি মাপের একটি ব্ল্যাকহোল সৃষ্টি প্রত্যক্ষ করার অপেক্ষ করছিলাম। সেই অপেক্ষা শেষ হয়েছে।’

মহাকাশে ২টি ব্ল্যাক হোলের বিলয় মাঝারি মাপের একটি ব্ল্যাকহোল তৈরির সাক্ষী থাকলেন বিজ্ঞানীরা। মহাকর্য তরঙ্গ পর্যবেক্ষণ করে এই প্রথম এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী হল মানুষ। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা মিলে এই গবেষণায় অংশগ্রহণ করেন। তাতেই মিলেছে সাফল্য। 

বিজ্ঞানীরা জানিয়েছেন, ২টি ব্র্যাল হোলের বিলয়ের ফলে নতুন যে ব্ল্যাক হোল তৈরি হয়েছে তার ভর সূর্যের ভরের ১৪২ গুণ। গত বছর ২১ মে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মহাকর্যজ তরঙ্গ ধরা পড়ে বিশেষ টেলিস্কোপে। তার পর একই রকম তরঙ্গ ধরা পড়ে ইতালিতে। 

গবেষক ক্রিস্টফার ব্যারি জানিয়েছেন, ‘সূর্যের থেকে লক্ষ লক্ষ গুণ ভারী সুপারম্যাসিভ ব্ল্যাক হোল কী ভাবে তৈরি হয় তা আমাদের জানা নেই। কোনও তারা ধ্বংস হয়ে তা তৈরি হয়, না কি তৈরি হওয়ার অন্য পদ্ধতি রয়েছে, সবই অজানা।’ 

তিনি বলেন, ‘ছোট ছোট ব্ল্যাকহোল থেকে কী করে প্রকাণ্ড ব্ল্যাকহোলগুলি তৈরি হয় তা জানতে আমাদের মাঝারি মাপের একটি ব্ল্যাকহোল সৃষ্টি প্রত্যক্ষ করার অপেক্ষ করছিলাম। সেই অপেক্ষা শেষ হয়েছে।’

পৃথিবী থেকে অন্তত ১৬,৫০০ কোটি কিলোমিটার দূরে অন্তত ৭০০ কোটি বছর আগে ঘটেছে এই ঘটনা। দীর্ঘ দূরত্ব পার করতে এই সময় লেগেছে মহাকর্ষ তরঙ্গের। 

বন্ধ করুন