আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট। সেখানেই এক যাত্রীর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ উঠেছে। নিউ জার্সির বাসিন্দা ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম এরিক নিকোলাস গাপকো। তার বয়স ২৬ বছর। তিনি ফ্লাইট নম্বর ২১০১-এ চেপে সিয়াটেল থেকে ডালাসের দিকে আসছিলেন। গত ১৮ই জুলাইয়ের ঘটনা। কিন্তু ওই যাত্রী বিমানের মধ্যে এমন কিছু আচরণ করেন যেটাকে বিমান সংস্থার তরফে কার্যত অভব্য আচরণ বলে উল্লেখ করা হয়েছে।
ঠিক কী অভিযোগ তার বিরুদ্ধে?
অভিযোগ ওই যাত্রী এক মহিলা ক্রুকে সেক্স করার জন্য বলেছিলেন। এখানেই থেমে থাকেননি তিনি। ওই যাত্রী মাঝপথে বিমানের দরজা একাধিকবার খোলার জন্য চেষ্টা করেন। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনি বিমানটির জরুরী অবতরণের জন্য বার বার দাবি করতে থাকেন।
এদিকে মার্কিন অ্যাটর্নির অফিস সূত্রে ও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই যাত্রী মাঝ আকাশে যখন বিমান তখন জামা খুলে ফেলেন। এরপর তিনি বিমানের মহিলা ক্রুকে তিনি তার সঙ্গে যৌনতা করার জন্য বলেন। এমনকী ওই যাত্রী এক বিমানকর্মীকে মারধর করার চেষ্টা করেন বলেও অভিযোগ।
কেন তিনি এই ধরনের আচরণ করছিলেন?
সূত্রের খবর ওই যাত্রী বিমানে ওঠার আগে প্রচুর গাঁজা সেবন করে ফেলেন। এর জেরেই তিনি বিমানে ওঠার পরে নানা ধরনের অস্বাভাবিক আচরণ করছিলেন।
বিমানে থাকা ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, ওই যাত্রী খালি গায়ে বিমানের মধ্য়ে চিৎকার করছেন। অন্যান্য ক্রুরা তাকে শান্ত করার জন্য সবরকম চেষ্টা করছেন। কিন্তু তিনি কিছুতেই শান্ত হচ্ছিলেন না। এরপর অন্য ভিডিয়োতে দেখা যায় ওই বিমানযাত্রীর হাত বেঁধে ফেলা হয়েছে। তাকে পেছনের সিটে বসানো হয়েছে।
পুলিশ ওই বিমান যাত্রীকে পরে গ্রেফতার করে। সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি আসার পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিমানের মধ্য়ে ক্রুদের কথা শুনতে চাননি। তার হাত পা বেঁধে দেওয়া হয়। তিনি শৌচাগার থেকে কিছুতেই বের হতে চাইছিলেন না। এমনকী তিনি বিমানের দরজাও খুলে ফেলার জন্য চেষ্টা করছিলেন। এছাড়াও তিনি মহিলা বিমান সেবিকাকে সেক্স করার জন্য আহ্বান করেছিলেন। প্লেনটি যখন মাঝআকাশে তখন তিনি এসব কীর্তি করছিলেন। এরপর তাকে কোনওভাবে আটকানো হয়। বিমান মাটি স্পর্শ করতেই তাকে গ্রেফতার করা হয়।