বাংলা নিউজ > ঘরে বাইরে > পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মৃত্যু হল দর্শনার্থীর, শোকের ছায়া পরিবারে

পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মৃত্যু হল দর্শনার্থীর, শোকের ছায়া পরিবারে

পুরীর জগন্নাথ মন্দির। (ফাইল ছবি) (HT_PRINT)

এদিন সকাল থেকে তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে যান।

পরিবারের সকলে মিলে গিয়েছিলেন পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে। আর সেই মন্দির দর্শনের পরেই মৃত্যু হল ৭২ বছরের এক বৃদ্ধের। মৃতের নাম ওয়াই জি মূর্তি তিনি ছত্তিশগড়ের বাসিন্দা। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। এই মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মন্দিরের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়ে যান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাতটা নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরে। পুজো দিতে সপরিবারে গিয়েছিলেন ওই বৃদ্ধ। সেই সময় তিনি বিমলা মন্দিরের সামনে অচেতন হয়ে পড়েন। পুলিশের তৎপরতায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। আগে থেকেই তার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। সেই কারণে হয়তো কোনওভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করছেন চিকিৎসকরা। পরিবারের দাবি, এদিন সকাল থেকে তিনি সুস্থ ছিলেন। হঠাৎ করেই অসুস্থ হয়ে যাওয়ায় তিনি অজ্ঞান হয়ে যান।

বন্ধ করুন