সব চিকিৎসক কি আসল? নাকি চিকিৎসকের নাম করে এমন অনেকে মিশে রয়েছেন যারা আসলে চিকিৎসকই নন। পুরো হাতুড়ে। তেমনই ঘটনা হয়েছে বিহারে। একজন হাতুড়ে চিকিৎসক গল ব্লাডার স্টোন অপারেশন করেছিলেন। আর তাতেই বিরাট বিপত্তি। মোবাইলে ইউটিউব ভিডিয়ো দেখে তিনি এই কাজ করেন বলে খবর। রবিবার বিহারের সরন জেলার ঘটনা।
ওই হাতুড়ে চিকিৎসকের নাম অজিত কুমার পুরী। মধুপুরা থানা এলাকার বাসিন্দা কৃষ্ণ কুমার ওরফে গোলুকে নিয়ে যাওয়া হয়েছিল ওই হাতুড়ের কাছে। ওই কিশোরের পরিবারের দাবি তার পেটে প্রচন্ড ব্যাথা হচ্ছিল। সেই সঙ্গেই তার বমি হচ্ছিল মাঝেমধ্যেই।
তবে ওষুধ খাওয়ার পরে প্রাথমিকভাবে সে কিছুটা সুস্থ ছিল। তবে ওই হাতুড়ে পরিবারকে বলেছিল তাড়াতাড়ি অপারেশনটা করে ফেলুন। এরপর তিনি গোলুর বাবাকে বলেন ডিজেল নিয়ে আসুন। গলুর দাদু জানিয়েছেন, আমাদের সম্মতি ছাড়াই অপারেশন শুরু করে দিল। মোবাইলে ভিডিয়ো দেখে এসব করছিল।
এদিকে গলুর শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল। এরপর ওই হাতুড়ে একটা অ্যাম্বুল্যান্স জোগাড় করে তাকে পাটনা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ততক্ষণে মারা গিয়েছে গলু। এদিকে খবর শুনেই ওই হাতুড়ে চিকিৎসক ও তার স্টাফরা গা ঢাকা দেন। গলুর বাবা চন্দন সাহা জানিয়েছেন ভুল অপারেশন করেছিল। সেকারণেই ছেলেকে হারালাম।
ডিএসপি ইশা গুপ্তা জানিয়েছেন, আমরা তদন্ত করছি। ওই হাতুড়েকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ওই হাতুড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বিহারের আইএমএ সম্পাদক ডাঃ সন্তোষ কুমার সিং জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই সব হাতুড়েদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।
সব মিলিয়ে ওই হাতুড়ের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ সে ভিডিয়ো দেখে গলব্লাডার স্টোন অপারেশন করতে গিয়েছিলেন। তাতেই মৃত্যু হল ওই কিশোরের। পুলিশ ওই হাতুড়েকে গ্রেফতার করার চেষ্টা করছে।