মর্মান্তিক ঘটনা। ইঞ্জিন আর বগির মাঝে আটকে গেলেন রেলকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে মৃত ঘোষণা করা হল তাঁকে। বিহারের বেগুসরাইয়ের বারাউনির ঘটনা। সেই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন অনেকেই। কাদের অসাবধানতায় এত বড় ঘটনা হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।
মৃত রেলকর্মীর নাম অমরকুমার রাও। শনিবার বারাউনি স্টেশনে লখনৌ-বারাউনি এক্সপ্রেস ট্রেন পৌঁছনর পরে এক্সপ্রেস থেকে ইঞ্জিনকে আলাদা করতে যান তিনি। এটা ছিল তাঁরই ডিউটি। ইঞ্জিন ও কামরার মাঝে নেমে কাপলিং খোলার কাজ করছিলেন তিনি। সেই সময় ইঞ্জিনটি পেছন দিকে সরে আসে। এরপর তিনি আর মাঝখান থেকে বের হতে পারেননি। সেখানেই চিপে যান তিনি। অত্যন্ত মর্মান্তিক মৃত্যু।
এদিকে ঘটনার পরেই ইঞ্জিন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন চালক। তাকে খুঁজে আনতে দেরি হয়ে যায়। চিৎকার করছিলেন অমর। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। যে রেলে তিনি কাজ করতেন, যেখানে ইঞ্জিন খুলতেন তিনি সেই ইঞ্জিন আর কামরার মাঝেই মৃত্যু হল তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
মাত্র ৩৫ বছর বয়স ছিল ওই রেলকর্মীর। তবে গোটা ঘটনায় ওই ট্রেন চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ওই রেলকর্মী যে ইঞ্জিন আলাদা করার কাজ করছেন এটা তিনি জানতেন। তারপরেও কীভাবে ইঞ্জিন পেছন দিকে গেল? কার ভুলে প্রাণ গেল ওই রেলকর্মীর? তবে গোটা ঘটনায় রেলকর্মীদের মধ্য়ে শোকের ছায়া। রেল দফতরের তরফে এনিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।