রাতের অন্ধকারে পাকিস্তান থেকে ভারতে হেরোইন পাচার করছিল পাচারকারী। ভারতে প্রবেশের আগেই পাচারকারীর সেই উদ্দেশ্য বানচাল করলো বিএসএফ। পাচারকারী লক্ষ্য করে গুলি চালালেন বিএসএফের জওয়ানরা। যদিও গুলিবিদ্ধ ওই পাচারকারী পুনরায় পাকিস্তানের সীমানায় ফিরে যেতে সক্ষম হয়েছে। তবে তার কাছ থেকে ৮ কেজি ওজনের হেরোইন উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে হেরোইন পাচার করার উদ্দেশ্য ছিল ওই পাচারকারীর। একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে তাকে ঘোরাফেরা করতে দেখেন জওয়ানরা। তাকে সতর্ক করা হলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালান বিএসএফ জওয়ানরা। তার কাছে একটি ব্যাগ ছিল। সেটি ফেলে দিয়ে পুনরায় পাকিস্তানে পালিয়ে যায় ওই পাচারকারী। উল্লেখ্য, কিছুদিন আগেই এলওসি হয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাবারক হুসেন নামে এক অনুপ্রবেশকারীকে আটক করেছে বিএসএফ। তার পরেই এই ঘটনা।
হুসেনকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ জওয়ানরা জানতে পেরেছেন পাকিস্তানের এক সেনা আধিকারিক তাকে ৩০ হাজার পাকিস্তানি টাকা দিয়ে ভারতে পাঠিয়েছিল। এর আগেও ২০১৬ সালে হুসেনকে গ্রেফতার করেছিল বিএসএফ জওয়ানরা। তবে তার পরের বছর তাকে মানবতার খাতিরে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীদের একটি দল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে মাটিতে বিছানো মাইনে বিস্ফোরণ ঘটায় তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে আরও একজন আহত হয়েছিল। তবে তার সন্ধান পাননি বিএসএফ জওয়ানরা। তাদের কাছ থেকে একে ৫৬ বন্দুক এবং তিনটি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার হয়েছিল।