দ্য এশিয়ান আমেরিকান ফাউন্ডেশন একটি রিপোর্ট প্রকাশিত করেছে। সেখানেই উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে এশিয়ান আমেরিকানদের প্রতি যে ঘৃণা পোষণ করা হয় সেটা ক্রমশ বাড়ছে। এমনটাই মনে করেন এশিয়ান আমেরিকানরা। আর এখানেই উদ্বেগের মূল জায়গা।
STAATUS Index 2024 এখানে আমেরিকায় বসবাসকারী এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ থেকে আসা মানুষদের নিয়ে স্টাডি করা হয়। সব মিলিয়ে ৬২৭২জনের সঙ্গে কথা বলা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।
এদিকে মাত্র এক তৃতীয়াংশ আমেরিকান বিশ্বাস করেন যে এশিয়ান আমেরিকানদের প্রতি ঘৃণা ক্রমশ বাড়ছে। AANHPI সম্প্রদায়ের দাবি এই বৈষম্য আর হিংসার বিষয়টি আরও অনেকটা বেশি। গত ১২ মাস ধরে ৩২ শতাংশ এশিয়ান আমেরিকানকে নানা রকম কুকথার মুখোমুখি হতে হয়েছে। আর ২৯ শতাংশকে নানা ধরনের অপমানজনক কথাবার্তার মুখোমুখি হতে হয়েছে।
এমনকী কিছু গ্রুপের কাছে এই অপমানের মাত্রা আরও বেশি। যেমন সাউথইস্ট এশিয়ান আমেরিকান। তাদের মধ্য়ে ৪০ শতাংশকে বর্ণবৈষম্যের শিকার হতে হয়।
এই স্টাডির মাধ্যমে বৈষম্য, হিংসার কথা উল্লেখ করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ায়, কাজের ক্ষেত্রে, অফিসে, বিভিন্ন ইনস্টিউটে তাদের এই বৈষম্যের শিকার হতে হয়। হিসেব বলছে ৬১ শতাংশ এশিয়ান আমেরিকান বিশ্বাস করেন যে তাদের প্রতি ঘৃণার পরিমাণ ক্রমশ বাড়ছে। তবে সাধারণ আমেরিকানদের সঙ্গে কথা বললে তাঁরা আবার অন্য কথা বলেন। তাঁদের দাবি ঘৃণা বলে যেটা বলা হচ্ছে সেটা অনেকটাই কমছে আমেরিকায়।