সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং হাইওয়েতে টহল জোরদার করতে বড় উদ্যোগ নিল ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (এনএইচএআই)। ‘রাজমার্গ সাথী’ নামে একটি অত্যাধুনিক রোড প্যাট্রোল ভেহিকেল (আরপিভি) নামানোর পরিকল্পনা করছে এনএইচএআই। এই প্যাট্রোলিং গাড়িটি হাইওয়েতে অনবরত টহলদারি চালাবে। আরও ভালো রক্ষণাবেক্ষণের জন্য এই গাড়িগুলিতে থাকবে অত্যাধুনিক ক্যামেরা এবং এআই ভিডিয়ো বিশ্লেষণ করার ক্ষমতা। জরুরী ঘটনা মোকাবেলা এবং দ্রুত রক্ষণাবেক্ষণের জন্য এই যানবাহনগুলি প্রতি ৫০ কিলোমিটারে মোতায়েন করা হবে।
আরও পড়ুন: হাইকোর্ট বলেছিল এক্সপ্রেসওয়েতে কমাতে হবে গাড়ির গতি, শুনে সুপ্রিম কোর্ট বলল..
জানা যাচ্ছে, হাইওয়েতে কোনও ফাটল এবং গর্তের পাশাপাশি যানবাহন, পথচারী, রাস্তার চিহ্ন এবং অন্যান্য পরিকাঠামো খতিয়ে দেখবে এই যান। এবিষয়ে শুক্রবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে আরও বলা হয়েছে, গাড়িতে থাকা টহলদারি কর্মীদের পোশাকের সঙ্গে থাকবে উজ্জ্বল নীল রঙের জ্যাকেট। তাতে প্রতিফলিত স্ট্রাইপ থাকবে। এই কর্মীদের শনাক্তকরণের জন্য ন্যাশনাল হাইওয়ে অটরিটি অফ ইন্ডিয়ার লোগো থাকবে তাদের পোশাকে। বিবৃতিতে বলা হয়েছে, জরুরী পরিস্থিতিতে তাদের কার্যক্ষমতা বাড়ানোর জন্য এই যানবাহনে বিভিন্ন সরঞ্জাম সহ একটি বন্ধ ক্যাবিনেট থাকবে।
উল্লেখ্য, এই ঘোষণার আগে ভারত জুড়ে জাতীয় মহাসড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত বেসরকারি ঠিকাদারদের কর্মক্ষমতাভিত্তিক রেটিং সিস্টেমের অধীনে আনার কথা ঘোষণা করা হয়েছিল। এই ব্যবস্থা অনুযায়ী, ঠিকাদারদের কাজের জন্য স্কোর দেওয়া হবে। তাতে ১০০ এর মধ্যে ৭০ এর কম স্কোর হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে চিহ্নিত করা হবে। তাতে কাজের মান উন্নত না করা পর্যন্ত ওই ঠিকাদাররা রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাবেন না। প্রতি ৬ মাসে দুটি স্তরে ঠিকাদারদের স্কোর দেওয়া হবে।
জানা যাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার তরফে এই রেটিং দেওয়া হবে ফুটপাথ অবস্থা সূচকের (৮০ শতাংশের) উপর ভিত্তি করে এবং বাকি ২০ শতাংশ এনএইচএআই ওয়ান অ্যাপের ত্রুটি সংশোধনের সম্মতির উপর ভিত্তি করে। মূলত ফুটপাথের অবস্থা সূচক ৬টি বিষয়ের ওপর ভিত্তি করে গণনা করা হয়। সেগুলি হল রাস্তায় গর্ত বা ফাটল রয়েছে কি না, রুক্ষতা প্রভৃতি। এই সব বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় এক্ষেত্রে।