বাংলা নিউজ > ঘরে বাইরে > 'আমরা ভুলিনি, ক্ষমা করিনি', পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য CRPF-এর

'আমরা ভুলিনি, ক্ষমা করিনি', পুলওয়ামায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য CRPF-এর

শহিদ জওয়ানদের স্মরণ দেশষবাসীর (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

ঠিক এক বছর আগে ভালোবাসার দিনে রক্তস্নাত হয়েছিল পুলওয়ামা। দেশজুড়েই শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা।

ঠিক এক বছর আগে ভালোবাসার দিনে রক্তস্নাত হয়েছিল পুলওয়ামা। শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। তাঁদের স্মরণে জম্মু-কাশ্মীরের লেথপোরা ক্যাম্পে এদিন স্মৃতিসৌধের উদ্বোধন করা হবে।

গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ৪০ জন জওয়ান। অকালে নিভে গিয়েছিল তরতাজা প্রাণ। সেই ঘটনার পর এক বছর পরও মানুষের মনে টাটকা রক্তাক্ত স্মৃতি। সেই ভয়াবহ দিনটির কথা ভেবে এখনও শিউরে ওঠেন সবাই।


সেই ঘটনার এক বছর পর শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে শুক্রবার লেথপোরা ক্যাম্পে একটি স্মৃতিসৌধের উদ্ধোধন করা হচ্ছে। এনিয়ে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জুলিফকর হাসান বলেন, 'যে সাহসী জওয়ানরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানানোর উপায় এটা।'

এদিন শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করে সিআরপিএফ। টুইটবার্তায় বলা হয়, 'আমরা ভুলিনি। আমরা ক্ষমা করিনি। দেশের জন্য আমাদের যে ভাইরা পুলওয়ামায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের স্যালুট জানাচ্ছি। বীর শহিদ জওয়ানদের পরিবারের পাশে রয়েছি আমরা।'

আধা সামরিক বাহিনীর পাশাপাশি দেশজুড়েই শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারা। সকালে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'গত বছর ঘৃণ্য পুলওয়ামা হামলায় শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য। তাঁরা অসাধারণ ব্যক্তি ছিলেন, যাঁরা দেশ রক্ষায় ও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ভারত তাঁদের আত্মত্যাগ কখনও ভুলবে না।'


টুইট করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি লেখেন, '২০১৯ সালে পুলওয়ামায় কাপুরোষচিত হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের স্মরণ করছি। ভারত কোনওদিন তাঁদের আত্মত্যাগের কথা ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারাদেশ একসঙ্গে লড়বে।'

শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, '২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করছি। বীর জওয়ানদের স্যালুট জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জয় হিন্দ।'

বন্ধ করুন