বাংলা নিউজ > ঘরে বাইরে > Aadhaar card address change: কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন? এখান থেকেই করতে পারবেন সরাসরি

Aadhaar card address change: কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন? এখান থেকেই করতে পারবেন সরাসরি

সেলফ সার্ভিস আপডেট পোর্টালের মাধ্যমে করা যাবে আধার কার্ডের ঠিকানা সংশোধন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

কীভাবে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে হবে?

সেলফ সার্ভিস আপডেট পোর্টালের মাধ্যমে করা যাবে আধার কার্ডের ঠিকানা সংশোধন। ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) তরফে জানানো হয়েছে, আধারের সেলফ সার্ভিস আপডেট পোর্টালের (ssup.uidai.gov.in/ssup/) মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে। 

ইউআইডিএআইয়ের তরফে বলা হয়েছে, 'আধার সেলফ সার্ভিস আপডেট পোর্টালের (sup.uidai.gov.in/ssup/) মাধ্যমে অনলাইনেই আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন।' সেজন্য অবশ্য নয়া ঠিকানা যাচাই করতে হবে। কোন কোন নথির মাধ্যমে যাচাই করা হবে, তারও একটি একটি বিস্তারিত তালিকা আধার কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয়েছে।

ঠিকানা পরিবর্তনের জন্য কোন কোন নথি ব্যবহার করা যাবে?

কীভাবে অনলাইনে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে হবে?

১) আধারের সেলফ সার্ভিস আপডেট পোর্টাল ssup.uidai.gov.in/ssup/-তে যান। 

২) 'Proceed to Update Aadhaar'-তে ক্লিক করুন।

৩) ১২ ডিজিটের আধার নম্বর লিখুন।

৪) সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড দিন।

৫) 'Send OTP' বাটনে ক্লিক করুন।

৬) আধার নম্বরে নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসবে।

৭) ওটিপি দিন।

৮) আধার কার্ডের বিস্তারিত তথ্য দেখাবে।

৯) ঠিকানা সংশোধনের অপশনে ক্লিক করুন।

১০) আাধার কার্ডের ঠিকানা সংশোধন করুন। 

১১) সংশোধিত ঠিকানার স্বপক্ষে স্ক্যান করা নথি জমা দিন।

১২) যা পরিবর্তন হয়েছে, তা ভালোভাবে দেখে নিন। 

১৩) তারপর 'Submit'-তে ক্লিক করুন।

বন্ধ করুন