বাংলা নিউজ > ঘরে বাইরে > Aadhaar Card: আধার কার্ড থাকলেই ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে মোদী সরকার? মুখ খুলল কেন্দ্র

Aadhaar Card: আধার কার্ড থাকলেই ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে মোদী সরকার? মুখ খুলল কেন্দ্র

আধার কার্ড থাকলেই কেন্দ্র ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে বলে একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছিল। সতর্ক করল কেন্দ্র। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই এবং এএফপি)

Aadhaar Card: প্রত্যেক আধার কার্ড উপভোক্তাকে ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার? বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে মুখ খোলা হল। পুরো বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের তরফে।

আধার কার্ড থাকলেই কি ৪.৭৮ লাখ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছিল। যদিও কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, এরকম কোনও প্রকল্প শুরু করা হয়নি। যে ছবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুয়ো।

কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য় যাচাইকারী টুইটার হ্যান্ডেল @PIBFactCheck-তে সেই ভুয়ো ছবি পোস্ট করা হয়েছে। ছবির সঙ্গে #PibFactCheck হ্যাশট্যাগ ব্যবহার করে বলা হয়েছে, ‘দাবি করা হচ্ছে যে সব আধার কার্ড উপভোক্তাদের ৪,৭৮,০০০ টাকা ঋণ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই দাবি ভুয়ো। এরকম মেসেজ ফরোয়ার্ড করবেন না। কাউকে কখনও নিজের ব্যক্তিগত বা আর্থিক তথ্য জানাবেন না।’

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো মেসেজের রমরমা

এরকম ভুয়ো মেসেজের রমরমা একেবারেই নতুন নয়। সম্প্রতি একটি ভুয়ো মেসেজ ছড়িয়ে পড়েছিল যে 'উপভোক্তাদের চার কোটি ৫৯ লাখ টাকা দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।' যদিও সেই মেসেজ ভুয়ো বলে সতর্ক করেছিল কেন্দ্র। সেইসময় টুইটারে ভুয়ো বিজ্ঞপ্তির বিষয়ে পোস্ট করা হয়েছিব। কেন্দ্রীয় ব্যাঙ্কের নামে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি যে ভুয়ো, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল কেন্দ্রের পিআইবি।

ওই পোস্টে বলা হয়েছিল, ‘উপভোক্তাদের চার কোটি ৫৯ লাখ টাকা দেওয়া হচ্ছে বলে দাবি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) নামে একটি ভুয়ো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আরবিআই এরকম কোনও অর্থ বা তহবিল দেয় না। আরবিআই কখনও ফোন করে বা ইমেল করে ব্যক্তিগত অর্থ চায় না।’ সেইসঙ্গে ওই পোস্টে ভুয়ো বিজ্ঞপ্তির ছবিও পোস্ট করা হয়েছিল।

আরও পড়ুন: Fact Check on Liquor pipeline issue: মদের পাইপলাইন নিয়ে এই ভ্রান্ত তথ্যে বিশ্বাস করে ফেললেই ঠকবেন! জানুন আসল ঘটনা

তার আগে FASTag নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো পুরোপুরি ভুয়ো এবং ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছিল ন্যাশনাল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া (NPCI)। লেনদেন পরিকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছিল, FASTag-এর মাধ্যমে কোনও ব্যক্তির থেকে অপর কোনও ব্যক্তিকে টাকা ট্রান্সফার করা যায় না।

আরও পড়ুন: Fact Check: 'প্রত্যেক যুবক-যুবতী পাবেন ৪,০০০ টাকা', এমন প্রকল্প চালু করেছে মোদী সরকার?

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দাবি করা হয়েছিল, হাইওয়েতে গাড়ি পরিষ্কার করার বাহানায় FASTag খুলে নিচ্ছে প্রতারকরা। তার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গাড়ির মালিকরা। যদিও সেই ভিডিয়োয় যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে এরকম ভুয়ো ভিডিয়ো সরিয়ে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানিয়েছিল লেনদেন পরিকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান।

বন্ধ করুন