বাংলা নিউজ > ঘরে বাইরে > আধার কার্ডের ছবি দেখে সবাই আঁতকে উঠছে? এখনই পালটে নিন! রইল সহজ প্রক্রিয়া

আধার কার্ডের ছবি পছন্দ নয়। আমাদের সবার মধ্যে এই একটা জিনিস বেশ কমন। কিন্তু এমন মনের মধ্যে খটকা নিয়ে থাকবেন কেন বলুন তো! বিশেষত যথন খুবই সহজে বদলে নেওয়া যায় আধার কার্ডের ছবি। এই প্রতিবেদনে রইল তারই সহজ পদ্ধতি। ১০টি ধাপে পর পর খুব সহজে ব্যাখ্যা করা আছে গোটা প্রক্রিয়া। 

 

এভাবে আধার কার্ড আপডেটের পর তা প্রিন্ট করে নিতে হবে। তারপর তা আগের আধার কার্ডের মতোই বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে। প্রয়োজনে পিভিসি কার্ডের জন্যও আবেদন করতে পারেন। তবে মনে রাখবেন, এবারেও কিন্তু আধার কেন্দ্রেই ছবি তোলা হবে।

কীভাবে আধার কার্ডের ছবি বদলাবেন? (How to change Aadhar Card Photo) 

1

UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। https://uidai.gov.in

2

আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।

3

ফর্ম পূরণ করুন।

4

আধার সেবাকেন্দ্রে গিয়ে ফর্ম জমা দিন।

5

আধার সেবাকেন্দ্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে।

6

এবার নতুন ছবি তোলা হবে।(এবার প্রস্তুত হয়ে যাবেন!)

7

পরিষেবা মাশুল হিসেবে ২৫ টাকা দিতে হবে। সঙ্গে GST প্রযোজ্য।

8

এরপর আধার রিকোয়েস্ট নম্বর (URN)-সহ স্লিপ পাবেন।

9

URN ব্যবহার করে ওয়েবসাইট থেকে দেখা যাবে আধার কার্ড আপডেট হল কিনা। সাধারণত কয়েকদিনের মধ্যেই তা হয়ে যাবে।

10

নতুন ছবি এসে গেলে সেটি ডাউনলোড করে নিন।

বন্ধ করুন