বাংলা নিউজ > ঘরে বাইরে > Aadhaar Card Update: আরও সহজ হল শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া, লাগবে মাত্র ৩ নথি

Aadhaar Card Update: আরও সহজ হল শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া, লাগবে মাত্র ৩ নথি

আরও সহজ হল শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া। (ছবি সৌজন্য লাইভ হিন্দুস্তান)

আরও সহজ হল শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া।

আরও সহজ হল শিশুদের আধার কার্ড তৈরির প্রক্রিয়া। পাঁচ বছরের নীচে শিশুদের আধার কার্ড তৈরির জন্য শুধুমাত্র জন্মের শংসাপত্র বা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার স্লিপ দেখাতে হবে। সেইসঙ্গে কোনও একজন অভিভাবকের আধার কার্ডের প্রয়োজন আছে। তাহলেই ‘বাল আধার কার্ড’-এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) তরফে টুইটারে বলা হয়েছে, 'নিজেদের শিশুদের আধার কার্ডের আবেদনের জন্য শুধুমাত্র আপনাদের বাচ্চা জন্মের শংসাপত্র (বার্থ সার্টিফিকেট), হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার স্লিপ (ডিসচার্জ স্লিপ) এবং কোনও একজন অভিভাবকের আধার কার্ড লাগবে। ' এমনিতেই আধার কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ৫ বছরের নীচে শিশুদের আধার কার্ডে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে না। করা হবে না চোখের স্ক্যানও। শুধুমাত্র শিশুর ছবি তোলা হবে। তবে পাঁচ বছর পূর্ণ করলেই বায়োমেট্রিক সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে।

কীভাবে বাল আধার কার্ডের আবেদন করত হবে?

১) ইউনিক আইডেন্টিটি অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) অফিসিয়াল সাইট uidai.gov.i-তে যান।

২) আধার কার্ড রেজিস্ট্রার্ড লিঙ্কে ক্লিক করুন।

৩) নাম, ফোন নম্বর, ইমেল আইডি-র মতো বাচ্চার ব্যক্তিগত তথ্য দিন।

৪) বাচ্চার জন্মস্থান, ঠিকানার মতো তথ্য় দিতে হবে।

৫) Fix Appointment অপশনে ক্লিক করুন।

৬) যেদিন আপনি নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে পারবেন, সেদিন আপডেট করে দিন।

৭) তারপর নিজের নিকটবর্তী আধার কেন্দ্রে বেছে নিন।

৮) যাবতীয় তথ্য আবারও দেখে নিন। তারপর Submit অপশনে ক্লিক করে দিন।

বন্ধ করুন