বাংলা নিউজ > ঘরে বাইরে > আধার জালিয়াতির দিন শেষ! নতুন টু-ফ্যাক্টর চেকিং চালু করল UIDAI

আধার জালিয়াতির দিন শেষ! নতুন টু-ফ্যাক্টর চেকিং চালু করল UIDAI

কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) এবং মেশিন লার্নিং দ্বারা চালিত সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে এবার থেকে আঙুলের ছাপ যাচাই করতে দুই আঙুলের রেখা এবং ছবির সমন্বয় ব্যবহার করা হবে। এর মাধ্যমে আধার ভিত্তিক অথেন্টিকেটেড লেনদেন করা আরও সুরক্ষিত হবে।