কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) এবং মেশিন লার্নিং দ্বারা চালিত সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে এবার থেকে আঙুলের ছাপ যাচাই করতে দুই আঙুলের রেখা এবং ছবির সমন্বয় ব্যবহার করা হবে। এর মাধ্যমে আধার ভিত্তিক অথেন্টিকেটেড লেনদেন করা আরও সুরক্ষিত হবে।
1/5ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনকে কাজে লাগানোর জন্য নতুন সুরক্ষা ব্যবস্থা চালু করল UIDAI । প্রতারণা জাতীয় কাজ রুখতে সোমবার নতুন ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনের ব্যবস্থা চালু করল ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) এবং মেশিন লার্নিং দ্বারা চালিত সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে এবার থেকে আঙুলের ছাপ যাচাই করতে দুই আঙুলের রেখা এবং ছবির সমন্বয় ব্যবহার করা হবে। এর মাধ্যমে আধার ভিত্তিক অথেন্টিকেটেড লেনদেন করা আরও সুরক্ষিত হবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
3/5নতুন টু ফ্যাক্টর/লেয়ার অথেন্টিকেশন পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5এই নয়া ব্যবস্থা ব্যাঙ্কিং, টেলিকম এবং সরকারি খাত-সহ বিভিন্ন ক্ষেত্রেই প্রচুর কাজে লাগবে। যাঁরা আধারের মাধ্যমে সরকারি সুবিধা সংগ্রহ করেন, তাঁদেরও উপকার হবে। এই সিস্টেমের কারণে ভুয়ো পরিচয়ে সরকারি সুবিধা গ্রহণ করা রুখে দেওয়া যাবে। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/5আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট যাচাইকরণ ইতিমধ্যেই চালু করে দিয়েছে UIDAI। গত কয়েক মাস ধরেই এর রোলআউট প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছিল। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)