শ্রদ্ধার টুকরো করা দেহখণ্ড যখন আফতাবের বাড়ির ফ্রিজে তখন সেই বাড়িতেই আসতেন আফতাবের নয়া সঙ্গিনী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডেটিং অ্যাপ বাম্বেলের মাধ্যমে পরিচিয় হওয়া ওই মনোবিদ মহিলা ঘুণাক্ষরেও টের পাননি আফতাবের বাড়িতে কী চলছে।
1/4শ্রদ্ধাওয়াকার হত্যাকাণ্ডে যতই একের পর এক পরত খুলছে, ততই অভিযুক্ত আফতাব পুনাওয়ালা সম্পর্কে নানান চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসছে। সদ্য পাওয়া এক তথ্যে উঠে এসেছে, শ্রদ্ধাকে খুন করে যে মহিলার সঙ্গে আফতাব ডেট করছিলেন তার প্রসঙ্গ। জানা গিয়েছে, সেই মহিলা পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। . (PTI) (HT_PRINT)
2/4শ্রদ্ধার টুকরো করা দেহখণ্ড যখন আফতাবের বাড়ির ফ্রিজে তখন সেই বাড়িতেই আসতেন আফতাবের নয়া সঙ্গিনী। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ডেটিং অ্যাপ বাম্বেলের মাধ্যমে পরিচিয় হওয়া ওই মনোবিদ মহিলা ঘুণাক্ষরেও টের পাননি আফতাবের বাড়িতে কী চলছে। এমনকি বুঝতেও পারেননি হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের মনের অবস্থা। (PTI) (HT_PRINT)
3/4উল্লেখ্য, সদ্য আফতাবের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। তার নারকো টেস্টও করা হবে। এই টেস্টের কিছু পূর্ববর্তী ও পরবর্তী ধাপ থাকে। এফএসএল ল্যাবোরেটারিতে সেই ধাপ মেনে চলছে টেস্টের প্রক্রিয়া। উল্লেখ্য, শ্রদ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাবের বয়ানে অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই টেস্ট করানো হচ্ছে আদালতের নির্দেশে ও আফতাবের সায় অনুযায়ী। (HT Photo) (HT_PRINT)
4/4পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে যে অভিযুক্ত আফতাব যখন শ্রদ্ধাকে হত্যা করে তাঁর খণ্ড খণ্ড করা দেহ ফ্রিজে রেখেছিল তখন সেই বাড়িতেই নতুন সঙ্গিনীকে ডেকে আনত সে। এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। (ANI) (HT_PRINT)