বাংলা নিউজ > ঘরে বাইরে > Arvind Kejriwal AAP: গুজরাটে মুখ থুবড়ে পড়লেও দেশে BJP-কে টক্কর দেওয়ার লক্ষ্যে AAP, পাখির চোখ ২০২৪-এ

Arvind Kejriwal AAP: গুজরাটে মুখ থুবড়ে পড়লেও দেশে BJP-কে টক্কর দেওয়ার লক্ষ্যে AAP, পাখির চোখ ২০২৪-এ

অরবিন্দ কেজরিওয়াল। (ফাইল ছবি) (PTI)

কেজরিওয়াল বলেন, ‘আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। আগামী লোকসভা নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে আপ লড়বে এবং বিজেপিরকে টক্কর দেবে।’ দলের বর্ষীয়ান নেতা গোপাল রাই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে জানান, বর্তমানে কংগ্রেস প্রায় শেষের দিকে। এখন আপই হল বিজেপির একমাত্র বিকল্প। 

গুজরাটে বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে হেরেছে আম আদমি পার্টি। এবার আম আদমি পার্টির লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। জাতীয় স্তরে নির্বাচনের লড়তে চাইছে আপ। সেই উদ্দেশ্যে সারা দেশে সংগঠনকে আরও মজবুত করতে চাইছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রবিবার দলের বৈঠকে এই লক্ষ্যের কথা জানিয়েছেন কেজরিওয়াল। মূল্যবৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে আপ।

কেজরিওয়াল বলেন, ‘আম আদমি পার্টি জাতীয় দলের মর্যাদা পেয়েছে। আগামী লোকসভা নির্বাচনে পূর্ণ শক্তি দিয়ে আপ লড়বে এবং বিজেপিকে টক্কর দেবে।’ দলের বর্ষীয়ান নেতা গোপাল রাই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে জানান, বর্তমানে কংগ্রেস প্রায় শেষের দিকে। এখন আপই হল বিজেপির একমাত্র বিকল্প। এদিন দেশের রাজধানীতে আপের জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতা রাখার সময় কেজরিওয়াল গুজরাট বিধানসভা নির্বাচনের প্রসঙ্গও টানেন। সেখানে আপ খারাপ ফল করলেও জাতীয় দলের মর্যাদা পেয়েছে বলে তিনি প্রশংসা করেন।

কোন বিষয়কে হাতিয়ার করে আপ লোকসভা নির্বাচনের লড়তে চায় সে বিষয়টিও স্পষ্ট করেন আপ সুপ্রিমো। তিনি বলেন, ‘আমার পুরো দেশের জন্য একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি এমন একটি ভারতের কল্পনা করি যা বিশ্বে শিক্ষার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে, কেউ ক্ষুধার্ত থাকবে না, জাতি-ধর্ম বিভাজনের কোনও সুযোগ থাকবে না।’ তিনি মনে করেন, যদি জাতি একত্রিত হতে না পারে, তবে দেশের অগ্রগতি সম্ভব নয়।

আপ প্রসঙ্গে তিনি বলেন, ‘দল গঠনের এক বছরের মধ্যে আমরা দিল্লিতে সরকার গঠন করি এবং গঠনের ১০ বছরের মধ্যে আমরা পঞ্জাবে সরকার গঠন করি। একটি জাতীয় দলে পরিণত হয়েছি। এমন কিছু আছে, যা ভগবান আমাদের দিয়ে করাতে চান। তাই আমরা দেশের জনগণের কাছ থেকে এমন বিপুল সমর্থন পাচ্ছি। আপ জনসাধারণের জন্য কাজ করে।’

বন্ধ করুন