দিল্লিতে জলসঙ্কটের সমস্যার সমাধানে অনির্দিষ্টকালের অনশন আন্দোলনে বসেছিলেন আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশি। টানা ৪ দিন ধরে আন্দোলন চালানোর ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি। আজ মঙ্গলবার ভোরে অসুস্থ অবস্থায় অতিশিকে রাজধানীর লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি করা হয়। তারপরেই চিকিৎসকদের পরামর্শে অনশন থেকে সরে দাঁড়ালেন অতিশি। জানা গিয়েছে, অতিশির শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: কেজরির জামিনের বিরুদ্ধে HC-এ ইডি, শুনানি পর্যন্ত AAP নেতাকে মুক্তি নয়, বলল আদালত
আপের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যে মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে জানা গিয়েছে তাঁর শরীরে রক্তচাপ এবং শর্করার মাত্রা মারাত্মকভাবে কমে গিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে তিনি অনশন ভাঙতে বাধ্য হন। আপ নেতা সঞ্জয় সিং একথা জানিয়েছেন। তবে অতিশী অনশন ভাঙলেও আপ দিল্লিতে জলের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে বলে জানান সঞ্জয় সিং।
প্রসঙ্গত, দিল্লিতে তীব্র গরমে এমনিতেই নাজেহাল অবস্থা। তাপপ্রবাহের কারণে রাজধানীতে মৃত্যু হয়েছে বহু মানুষের। সেই অবস্থার মধ্যেই দিল্লির অনেক জায়গাতেই পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। জল নিয়ে হাহাকারের ছবিও দেখা গিয়েছে রাজধানীর বিভিন্ন জায়গায়। এই অবস্থায় পানীয় জলের সমস্যার সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন অতিশি মারলেনা। চিঠিতে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ২১ জুনের মধ্যে দিল্লির জলের সমস্যার সমাধান না হলে তিনি অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন। সেইমতোই সমস্যার সমাধান না হওয়ায় তিনি অনশনে বসেন।
অতিশীর অভিযোগ, দিল্লি প্রতিদিন ১০০ কোটি ৫০ লক্ষ গ্যালন জল পেয়ে থাকে। এরমধ্যে হরিয়ানা থেকে দিল্লিতে ৬১ কোটি ৩০ লক্ষ গ্যালন জল আসে। তবে কয়েক সপ্তাহ ধরে হরিয়ানা সরকার জল কমিয়ে দিয়েছে। ৫১ কোটি ৩০ লক্ষ গ্যালন জল হরিয়ানা থেকে ছাড়া হচ্ছে। এরফলে প্রায় ২৮ লক্ষ মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। তারা জল পাচ্ছেন না। এই পরিস্থিতিতে প্রতিবেশী রাজ্য থেকে বাড়তি জল চেয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে দিল্লি সরকার। তার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখে সমস্যার সমাধানের দাবি জানান অতিশী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ না পর্যন্ত দিল্লির ২৮ লক্ষ মানুষ হরিয়ানা থেকে জল পাচ্ছেন ততক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন। শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ায় সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় তাঁকে।