বাংলা নিউজ > ঘরে বাইরে > AAP MLA Arrest: ‘গ্যাংস্টারের সঙ্গে তোলাবাজি নিয়ে কথোপকথন’, ভাইরাল অডিয়ো, গ্রেফতার আপ বিধায়ক

AAP MLA Arrest: ‘গ্যাংস্টারের সঙ্গে তোলাবাজি নিয়ে কথোপকথন’, ভাইরাল অডিয়ো, গ্রেফতার আপ বিধায়ক

আপ বিধায়ক নরেশ বালিয়ান (ফাইল ছবি)

এই প্রসঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, যেদিন থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বেহাল আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, সেদিন থেকেই আপ নেতা, কর্মী ও জনপ্রিনিধিদের হেনস্থা করা হচ্ছে। নানাভাবে চক্রান্ত করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই পুরোনো একটি তোলাবাজির মামলায় গ্রেফতার করা হল আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক নরেশ বালিয়ানকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলাটি গত বছর রুজু করা হয়েছিল।

পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির উত্তম নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নরেশন বালিয়ানকে ডেকে পাঠানো হয়েছিল। সেই মতো, আর কে পুরমায় অবস্থিত দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছে যান তিনি। পরে সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়।

লক্ষ্যণীয় বিষয় হল, সম্প্রতি বিজেপির তরফে অভিযোগ করা হয়, তোলাবাজির একটি মামলার সঙ্গে যুক্ত রয়েছেন নরেশ বালিয়ান। আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও এক্ষেত্রে নিশানা করে গেরুয়া শিবির। তাদের বক্তব্য ছিল, কেন সবকিছু জানা সত্ত্বেও কেজরিওয়াল বালিয়ানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছেন না?

বিজেপির এই দোষারোপের পরই আপ নেতাকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তীতে তাঁর গ্রেফতারি নিয়ে স্বাভাবিকভাবে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা এবং এর পিছনে আদতে কোনও রাজনীতি রয়েছে কিনা, তা নিয়েও চুলচেরা গবেষণা চলছে!

ইতিমধ্যেই এই ঘটনায় দলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পেয়েছেন ধৃত আপ নেতা তথা বিধায়ক। আপ নেতৃত্বের বক্তব্য হল, বালিয়ানকে বেআইনিভাবে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

অন্যদিকে, নরেশ বালিয়ান নিজেও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিজেপির বিরুদ্ধে পালটা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। নরেশের বক্তব্য, যাঁরা তাঁর বিরুদ্ধে মিথ্যা রটনা করছেন, তিনি তাঁদের সকলের বিরুদ্ধে আইন অনুসারে পদক্ষেপ করবেন।

এই ঘটনায় পুলিশের বক্তব্য হল, সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়। দাবি করা হচ্ছে, সেই অডিয়োয় যাঁদের কথা বলতে শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে একজন হলেন আপ বিধায়ক নরেশ বালিয়ান এবং অন্যজন কুখ্যাত গ্যাংস্টার কপিল সাঙ্গোয়ান। কপিল বর্তমানে ভারতে নেই বলে দাবি করা হচ্ছে।

পুলিশের দাবি, ওই ভাইরাল অডিয়ো ক্লিপিংয়ে সংশ্লিষ্ট দুই বক্তাকে ধনী ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করা নিয়ে পরিকল্পনা করতে শোনা গিয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই প্রসঙ্গে আপ সাংসদ সঞ্জয় সিং বলেন, যেদিন থেকে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বেহাল আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন, সেদিন থেকেই আপ নেতা, কর্মী ও জনপ্রিনিধিদের হেনস্থা করা হচ্ছে। নানাভাবে চক্রান্ত করে তাঁদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

সঞ্জয় বলেন, এই চক্রান্তের জেরেই নরেশ বালিয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।

আপ সাংসদের আরও অভিযোগ, বিজেপি নেতারা একটি ভুয়ো অডিয়ো ক্লিপিং চারিদিকে ছড়াচ্ছেন। এমনকী, হাইকোর্টের অর্ডার এর বিরুদ্ধে যাওয়ার পরও তাঁরা ক্ষান্ত হননি। নরেশ বালিয়ান নিজেই পুলিশকে জানিয়েছিলেন যে তাঁকে একাধিকবার হুমকি দিয়েছেন গ্যাংস্টার কপিল সাঙ্গোয়ান।

পরবর্তী খবর

Latest News

কুম্ভমেলার আশ্রম থেকে বিতাড়িত 'আইআইটি বাবা'? সত্যিটা বললেন নিজেই, 'আমি ফেমাস' শারীরিক সম্পর্কে বাধা! ইরেক্টাইল ডিসফাংশনে ভুগছেন? এক ফলের রসেই হতে পারে ম্যাজিক পল্লবীর পর্দার বরের বিয়ে! ‘সাজও আলাদা হবে…’ সৃজনের বিয়ে নিয়ে উত্তেজিত 'পর্ণা' দলে থাকলেও খেলবেন কিনা পরিষ্কার নয়! বুমরাহ নিয়ে ধোঁয়াশা কাটবে ২ ফেব্রুয়ারির পরেই ২০২৩ বিশ্বকাপের এই ৫ ভারতীয় ক্রিকেটার বাদ পড়লেন ২০২৫ মিনি বিশ্বকাপ থেকে ষটতিলা একাদশীতে মা তুলসীর বিশেষ পুজো ফেরাবে ভাগ্য, বাড়বে আয় উন্নতি, আসবে সমৃদ্ধি সইফকে আক্রমণকারীর মতো দেখতে এক ব্যক্তিকে আটক রেলপুলিশের! তদন্তে কী জানা গেল? 'গলায় রুদ্রাক্ষের মালা আছে, ওটা পরে এই অপরাধ করব?', আরজি কর মামলায় দাবি সঞ্জয়ের বিনীত গোয়েল আরও বড় দোষী, কেন গ্রেফতার নয়? বিস্ফোরক আরজি করের নির্যাতিতার মা সইফের উপর হামলায় কোনও গ্য়াং-এর হাত নেই, চুরি করতে এসেছিল অপরাধীরা, দাবি মন্ত্রীর

IPL 2025 News in Bangla

ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ ফর্মে ফেরার বড় সুযোগ! IPL 2025-এর পরে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলবে ভারত ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.