পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবার জানিয়েছেন, তাঁদের আম আদমি পার্টি ওই রাজ্যে অন্তত ১৩টি লোকসভা আসনে জয়ী হবে। এদিকে কংগ্রেস ও আপ তাদের নিজেদের মতো করে আসন সমঝোতা করার চেষ্টা করছে। তার মধ্য়েই বোমা ফাটালেন মুখ্য়মন্ত্রী।
পঞ্জাব ও দিল্লিতে তাদের মধ্য়ে কথাবার্তা চলছে। তার মধ্যেই বড় দাবি করলেন আপ নেতৃত্ব। ভগবন্ত মান জানিয়েছেন, ২০২৪ এর লোকসভা ভোটে ১৩-০ হবে এবার। পঞ্জাবে অন্তত ১৩টি লোকসভা আসনে আপ জয়ী হবে বলে দাবি করেছেন সেখানকার মুখ্য়মন্ত্রী। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।
গত বছর দিল্লি ও পঞ্জাবে কংগ্রেস ও আপের মধ্য়ে কোনও আসন সমঝোতা হয়নি। দুদলের নেতারাই জানিয়ে দিয়েছিলেন তাঁরা একলা চলো নীতিতে চলবেন। কিন্তু এবার ২০২৪। বিজেপিকে রুখতে আরও শক্ত লড়াই. আর সেই লড়াইতে এবার কংগ্রেস আপ কতটা কাছাকাছি আসে সেটাই দেখার। গত সপ্তাহে দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একপ্রস্থ কথাবার্তা হয়েছে বলে খবর।
এদিকে এসবের মধ্য়েই চন্ডীগড়ে অনেকটাই কাছাকাছি এসেছে আপ ও কংগ্রেস। আপ প্রার্থী কুলদীপ কুমার টিটা মেয়রের পোস্টের জন্য লড়াই করছেন। কিন্তু কংগ্রেসের গুরুপ্রীত সিং গাবি ও নির্মলা দেবী সিনিয়র ডেপুটি মেয়র ও ডেপুটি মেয়র পদের জন্য লড়াই করবেন।
এদিকে দুটি রাজ্যেই আপ ও কংগ্রেসের মধ্য়ে বিশেষ সদ্ভাব নেই। বলা ভালো বহু ক্ষেত্রেই একেবারে সাপে নেউলে সম্পর্ক। আর দুটি ক্ষেত্রে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করেছিল এই কংগ্রেসই। সেই নিরিখে পুরানো একটা শত্রুতা তাদের মধ্য়ে থেকেই গিয়েছে।
তবে চন্ডীগড় যে পারস্পরিক সমঝোতা এটা এই বাজারে একটা বড় ব্যাপার। চন্ডীগড় মিউনিসিপ্যাল ভোটের ৩৫ সদস্যের মধ্য়ে বিজেপির দখলে রয়েছে ১৪টি আসন। আপের রয়েছে ১৩জন কাউন্সিলর। শিরোমণি আকালি দলের রয়েছে একজন কাউন্সিলর।
যদি কোথাও ক্রশ ভোটিং বা অন্তর্ঘাত না হয়ে থাকে তবে কংগ্রেস ও আপের মধ্য়ে এই জোটকে ঘিরে আশা আলো দেখছে দুপক্ষই।