৯০ আসন বিশিষ্ট জম্মু ও কাশ্মীরে অনায়াসে সরকার গঠন করতে চলেছে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট। বিজেপি 'বড় স্বপ্ন' দেখেও শেষ পর্যন্ত এক-তৃতীয়াংশ আসনেও জিততে পারেনি সেখানে। এই সবের মাঝেই বিজেপির 'শক্ত ঘাঁটিতে' একটি আসন জিতেছে আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, দক্ষিণ জম্মুর ডোড্ডা আসনে বিজেপি প্রার্থী গজয় সিং রানাকে হারিয়ে দিয়েছেন আম আদমি পার্টির মেহরাজ মালিক। জয়ের ব্যবধান ৪৫৩৮ ভোট। মেহরাজ এই আসনে পান ২৩ হাজার ২২৮টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী গজয় সিং রানা পান ১৮ হাজার ৬৯০টি ভোট। (আরও পড়ুন: RG করে চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডের ৪৫ পাতার চার্জশিটে উল্লেখ ১০ প্রমাণের: রিপোর্ট)
আরও পড়ুন: ষষ্ঠীর আগে মধ্যরাতেই বড় পদক্ষেপ বাংলার চিকিৎসকদের, বিস্ফোরক চিঠি মমতাকে
এদিকে এই আসনে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স উভয় দলই প্রার্থী দিয়েছিল। ডোড্ডায় প্রাপ্য ভোটের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন ন্যাশনাল কনফারেন্সের খলিদ নাজিব সহরওয়ার্দি। তিনি পান ১৩ হাজার ৩৩৪ ভোট। আর মাত্র ৪১৭০টি ভোট পেয়ে পঞ্চম স্থানে ছিলেন কংগ্রেসের শেখ রিয়াজ আহমেদ। জম্মু ও কাশ্মীরের এই অংশে বিজেপির শক্তি বেশ উল্লেখযোগ্য। এই আবহে আম আদমি পার্টির এই জয় 'অপ্রত্যাশিত' বলে মত অনেক বিশ্লেষকের। এদিকে ভোটে জেতা মেহরাজকে ফোন করেছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ১০ অক্টোবর ডোড্ডায় একটি অনুষ্ঠানে অংশ নিতেও আসবেন কেজরিওয়াল। উল্লেখ্য, বর্তমানে দিল্লি এবং পঞ্জাবে ক্ষমতায় থাকা আম আদমি পার্টির ২ জন বিধায়ক আছে গোয়ায় এবং ৫ জন গুজরাটে। আর জম্মু ও কাশ্মীরের হাত ধরে পঞ্চম রাজ্যে খাতা খুলল আপ।
আরও পড়ুন: ভারতের থেকে ডলার পেয়েও দেউলিয়া হতে পারে বাংলাদেশ, তাদের ঋণের পরিমাণ কত জানেন?
এবারের ভোটে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটের ঝড়ে মেহবুবা মুফতির পিডিপি প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৮টি আসনে জিতেছে। এর মধ্যে ৪২টি আসনে জয়ী ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস জয়ী ৬টিতে। আর পিডিপি জয়ী মাত্র ৩টিআসনে। আর বিজেপি এগিয়ে ২৯টি আসনে। এদিকে সিপিএম একটি আসনে জিতেছে জম্মু ও কাশ্মীরে। কুলগাম আসন থেকে বাম নেতা মহম্মদ ইউসুফ তরিগামি জয়ী হন টানা পঞ্চম বারের জন্যে। ১৯৯৬, ২০০২, ২০০৮ এবং ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে টানা কুলগাম আসন থেকে জিতে এসেছেন তারিগামি। এবারও সেই ধারা অব্যাহত থাকল। অপরদিকে জম্মু ও কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না এগিয়ে থেকেও হেরে যান নৌশেরা আসন থেকে। ন্যাশনাল কনফারেন্সের সুরিন্দর কুমার চৌধুরীর কাছে তিনি ৭৮১৯ ভোটে হারেন।