ইভিএম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন সুর শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়? সোমবার সংসদের বাইরে ইভিএম নিয়ে যা বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাতে সেরকমই মনে করছেন অনেকে। কারণ অতীতে একাধিকবার ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন মমতা। অভিযোগ করেছেন যে তৃণমূলে ভোট দিলে চলে যাচ্ছে বিজেপির কাছে। সেখানে আজ অভিষেক দাবি করেন, যদি ভোট শুরুর আগে এবং ভোটগণনার সময় ঠিকভাবে ইভিএম খতিয়ে দেখা হয়, তাহলে তাতে কারচুপির কোনও সুযোগ আছে বলে মনে করেন না। আর তারপরও যদি কোনও প্রমাণ থাকে, তা নির্বাচনের কমিশনের কাছে পেশ করার বা আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক।
কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে ইভিএম নিয়ে মুখ খোলেন অভিষেক
যদিও সোমবার অভিষেক যে সেই মন্তব্য করেছেন, সেটা মমতার অতীতের অভিযোগের প্রেক্ষিতে নয়। বরং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপির যে অভিযোগ তুলেছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল, সেটার প্রেক্ষিতেই অভিষেক বলেন, ‘আমার মনে হয়...এটা আমার ব্যক্তিগত মত। যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের কাছে যদি এমন কিছু তথ্য থাকে, সেটাকে নির্বাচন কমিশনকে গিয়ে দেখানো উচিত। (বলা উচিত যে) আমাদের কাছে এই ভিডিয়ো আছে।’
'আমি ভোট করাই…', কংগ্রেসের ‘ক্লাস’ নিলেন অভিষেক
তিনি আরও বলেন, ‘আমি এতদিন ধরে মাঠে নেমে ভোট করাই, আমার মনে হয়, ইভিএমে র্যান্ডমাইজেশনের সময় আপনি যদি ঠিকভাবে কাজ করেন আর মক পোলিংয়ে বুথকর্মীরা যদি ঠিকভাবে কাজ করেন এবং গণনার সময় যে ১৭সি ফর্ম থাকে, সেটার সঙ্গে ব্যালট ইউনিট ও কন্ট্রোল ইউনিট যদি ঠিকভাবে মিলিয়ে দেখা যায়, তাহলে আমার মনে হয় না যে এই অভিযোগ কোনও সারবত্তা আছে।’
সেইসঙ্গে তিনি বলেন, ‘তারপরও কারও যদি মনে হয় যে ইভিএমে কারচুপি করা সম্ভব, ইভিএম হ্যাক করা সম্ভব, তাহলে আমার মনে হয় যে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করা উচিত নির্বাচন কমিশনের। তারপর দেখানো উচিত যে এই প্রযুক্তি বা সফটওয়্যার বা ম্যালওয়্যার দিয়ে ইভিএম হ্যাক করা যায়। যদি সেটাও করতে না পারেন, তাহলে রাস্তায় নেমে আন্দোলন করুন। শুধু কয়েকটা মন্তব্য করে কোনও লাভ হবে না।’
অভিষেকের আগে কংগ্রেসকে খোঁচা দেন ওমরও
তবে শুধু অভিষেক নন, ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা জোটসঙ্গী ওমর আবদুল্লাকেও পাশে পায়নি কংগ্রেস। ওমর দাবি করেন, চার মাস আগে যখন একই ইভিএম দিয়ে লোকসভা নির্বাচনে ১০০-র বেশি ভোট পেয়েছিল কংগ্রেস-সহ বিরোধীরা, তখন তো উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছিল। এখন মহারাষ্ট্র ও হরিয়ানায় নিজের পক্ষে ফলাফল না যাওয়ায় বলতে পারেন না যে এই ইভিএমই পছন্দ করেন না।