বাংলা নিউজ > ঘরে বাইরে > দেড় বছরের মধ্যে ত্রিপুরায় ক্ষমতায় আসছে তৃণমূল, আত্মবিশ্বাসী অভিষেক
গাড়িতে পড়ল লাঠি। উঠল 'গো ব্যাক' স্লোগান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজনীতি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা সফরের আপডেট :
- ত্রিপুরায় তৃণমূলের মুখ নিয়ে অভিষেক বলেন, 'শুধুমাত্র ত্রিপুরার মানুষই ত্রিপুরার শাসন করবেন। বাংলার মানুষ নন।'
- অভিষেক : আমরা ত্রিপুরাকে পাখির চোখ করছি। আগামী দেড় বছরে রাজ্যকে বিজেপি সরকারের অপশাসন থেকে মুক্ত করা এবং আমাদের সরকার গড়ার লক্ষ্য নেওয়া হচ্ছে।
- ত্রিপুরা বিজেপির সাধারণ সম্পাদক কিশোর বর্মণ : অভিষেক বা যে কেউ আসুন, এখানে কিছু করতে পারবেন না।
- বিভিন্ন প্রান্তে অভিষেককে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির দাবি, টিকাদান নিয়ে ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।
- ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিলেন অভিষেক। তিনি বিকেল চারটেয় আগরতলায় সাংবাদিক বৈঠক করবেন।
- ত্রিপুরেশ্বরী মন্দিরে অভিষেক : দু'চারদিন আগে অতিথি দেব ভবোর কথা বলেছেন। সেই অতিথি দেব ভবোর নিদারুণ উদাহরণ দেখলাম। বিধানসভা ভোটের আগে বিজেপির নেতারা বাংলায় এসে গণতন্ত্র বলে গলা ফাটাতেন। আজ কোথায় গেলেন তাঁরা? ত্রিপুরার কী অবস্থা? ত্রিপুরার মানুষ জবাব দেবেন।
- ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেকের গাড়িতে লাঠি ছোড়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তা নিয়ে একটি ভিডিয়োও টুইট (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) করেছেন অভিষেক। তাতে দেখা গিয়েছে, রাস্তার দু'পাশে বিজেপির পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন অনেকে। অভিষেকের গাড়িতে লাঠির ঘা মারা হচ্ছে। এক ব্যক্তিকে হাতে বিজেপির পতাকা নিয়েই গাড়িতে লাঠি দিয়ে মারতে দেখা গিয়েছে।
- ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে রাস্তা আটকে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া। তাঁদের সঙ্গে কথা বলেন। তারপর বিক্ষোভ উঠে যায়। পাশের দাবিতে সেই বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ।
- ত্রিপুরেশ্বরী মন্দিরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- তৃণমূলের অভিযোগ, উদয়পুরে মাতাবাড়ি এলাকায় অভিষেককে লক্ষ্য করে 'গো ব্যাক' স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকরা।
গাড়িতে পড়ল লাঠি। উঠল 'গো ব্যাক' স্লোগান। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতেই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার রাজনীতি।
পরবর্তী খবর