বাংলা নিউজ > ঘরে বাইরে > Abhishek-Sukanta on Giriraj Letter: মনরেগা ইস্যুতে গিরিরাজের চিঠি নিয়ে 'ঠাট্টা' অভিষেকের, পালটা জবাব সুকান্তর

Abhishek-Sukanta on Giriraj Letter: মনরেগা ইস্যুতে গিরিরাজের চিঠি নিয়ে 'ঠাট্টা' অভিষেকের, পালটা জবাব সুকান্তর

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Hindustan Times)

 কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেস। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন মন্ত্রী। সেখানে লেখা হয়, 'সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠিটা ফরওয়ার্ড করা হচ্ছে।'

পঞ্চায়েত নির্বাচনের আগে কেন্দ্রের থেকে মনরেগার টাকা পেতে মরিয়া রাজ্য সরকার। এর জন্য তৃণমূল কংগ্রেস সাংসদরা বারবার দ্বারস্থ হচ্ছেন কেন্দ্রের। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সাক্ষাৎ হয়নি। এরই মাঝে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংকে চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেস। সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন মন্ত্রী। সেখানে লেখা হয়, 'সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠিটা ফরওয়ার্ড করা হচ্ছে।' আর চিঠির এই বাক্যকে হাতিয়ার করেই গিরিরাজকে 'ট্রোল' করতে মাঠে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিষেকের টুইটের জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে তৃণমূল অভিযোগ করেছিল, মনরেগা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে। সেই চিঠির জবাবে গিরিরাজ লেখেন, 'সংশ্লিষ্ট দফতরের কাছে চিঠিটা ফরওয়ার্ড করা হচ্ছে।' এর প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য, পঞ্চায়েত মন্ত্রকের মন্ত্রী তো গিরিরাজ সিং নিজে। তিনি আবার কাকে সেই চিঠি ফরওয়ার্ড করবেন? তৃণমূলের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মন্ত্রীর চিঠি টুইট করে প্রশ্ন তোলা হয়, 'পঞ্চায়েত মন্ত্রকের মন্ত্রী যখন গিরিরাজ সিং নিজে, তিনি আবার কাকে বিষয়টি জানাবেন?' অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই টুইটটিকে রিটুইট করে একই প্রশ্ন তোলেন। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লেখেন, ‘এটা অভাবনীয়। গিরিরাজ সিং নিজেই নিজেকে চিঠিটা ফরওয়ার্ড করছেন।’

এদিকে অভিষেকের এই ঠাট্টার জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি অভিষেকের টুইট বার্তাকে রিটুইট করে ক্যাপশনে লেখেন, 'এনডিএ সরকারের মন্ত্রীরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা। একাধিক মন্ত্রণালয়ের দেখাশোনা করা মন্ত্রীরা সবসময় গুরুত্বপূর্ণ নথিগুলিকে কর্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়ে দেন। যেহেতু 'জামির লেন-কা আমির বাবু'র লেটারহেডে চাকরির সুপারিশ দেখতে অভ্যস্ত, তাই এটা তাঁর কাছে হিব্রু বলে মনে হচ্ছে।' এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই প্রসঙ্গে বলেন, 'মন্ত্রী বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে দেখতে বলেছেন। এতে তো ভুল কিছু নেই।' পাশাপাশি টাকা আটকে রাখার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলকে পালটা তোপ দেগে শমীকবাবু বলেন, 'সবাই জানে যে চুরি হয়েছে। হিসেব দিতেই হবে।'

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

কোজাগরী পূর্ণিমা ২০২৪-এর রাতে কখন চাঁদের আলোয় পায়েস রাখা শুভ? দেখে নিন সময় বোস রেস্ট নেওয়ায় অপেক্ষা করি, দাবি ডাক্তারদের, 'নিজেই শ্লীলতাহানিতে…', তোপ TMC-র আসানসোলের পুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা ‘অহেতুক উত্তেজনা সৃষ্টি’, করোনা টিকার বিরুদ্ধে অভিযোগ নিয়ে মত সুপ্রিম কোর্টের ৫৭-তে থামল হাসি! ক্যানসার কাড়ল প্রাণ, প্রয়াত অভিনেতা অতুল পারচুরে আরজি কর নিয়ে বিচার চেয়ে কটাক্ষের মুখে পড়েন,এবার পুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা প্রচুর বিল করেছে বেসরকারি হাসপাতাল, তুমুল ভাঙচুর মুকুন্দপুরে, হেনস্থা চিকিৎসককেও দুঃখের সময় পাশে থেকেছেন, সঞ্জু সাফল্য পেতেই সংবর্ধনা জানাতে হাজির শশী থারুর আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের সাহায্য পাবেন কারা? জানুন ১৫ অক্টোবরের রাশিফল অনেক বাড়াবাড়ি হয়েছে! কানাডায় ‘অ্যাকশন’ ভারতের, আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.