বাংলা নিউজ > ঘরে বাইরে > জিএসটির বাৎসরিক অডিটকে তুলে দেওয়ার প্রস্তাব কেন্দ্রের, সরব আইসিএআই

জিএসটির বাৎসরিক অডিটকে তুলে দেওয়ার প্রস্তাব কেন্দ্রের, সরব আইসিএআই

ভুয়ো GST ইনভয়েস: গ্রেফতার ৫৯, ১১৫ ভুয়ো সংস্থা তৈরি করে গুজরাতে পাকড়াও মূল চাঁই (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

দেশজুড়ে প্রায় ১০ কোটি এমন সংস্থা রয়েছে, যারা এই অডিট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে।

এতদিন জিএসটির বাৎসরিক অডিট করতে হত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মগুলির মাধ্যমে। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি) সংস্থাগুলির বাৎসরিক আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মগুলি। তারপর তারা সংস্থার নামে শংসাপত্র জারি করত। দেশজুড়ে প্রায় ১০ কোটি এমন সংস্থা রয়েছে, যারা এই অডিট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের জন্য বাৎসরিক ৩০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই বিপুল পরিমাণের আর্থিক দায়ভার কমাতে এবার সংকোচনের পথে হাঁটল কেন্দ্র সরকার। যা নিয়ে ঢি ঢি পড়ে গিয়েছে।

এই বিষয়ে অভিজ্ঞ দু’‌জন আধিকারিক জানান, এই বছরের পেশ করা বাজেটে বাধ্যতামূলক বাৎসরিক এই অডিট প্রক্রিয়া তুলে নেওয়ার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। তারা বলছেন, ২০২১ সালের বাজেটে এই আইনটিকে পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে যা শীঘ্রই নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এই বিষয়ে এক আধিকারিক বলেন, ‘‌এর কারণ হিসেবে সরকারের ব্যাখ্যা, প্রত্যেক বছর ছোট ছোট ব্যবসায়ীদের জিএসটি অডিট করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এই পেশার মানুষদের অডিটিংয়ের ফি দিতে হয় ওই ব্যবসায়ীদের। ছোট ছোট ব্যবসার ওপর থেকে যাতে এই আর্থিক দায়ভার কমানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।’‌

অন্য আরেক আধিকারিক জানিয়েছেন, গত বছর মার্চ মাসেই জিএসটি কাউন্সিল এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু করোনা মহামারীর জেরে সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত করা যায়নি। দ্বিতীয় আধিকারিক আরও জানান, নিজের প্রদান করা শংসাপত্র এই ফার্মগুলির শংসাপত্রের প্রয়োজনীয়তাকে খারিজ করে দিয়েছে। জিএসটি রিটার্নের ক্ষেত্রে দেখা গিয়েছে এইসব সংস্থাগুলি যখন করদাতাদের গরমিল তুলে ধরে তখন সেই কর আর উদ্ধার করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে করদাতা ও কর প্রদানের মধ্যে একটি শূন্যতা তৈরি হয় তার ফলে করদাতাদের জরিমানা পর্যন্ত দিতে হয়।

আইসিএআই–এর সভাপতি নিহার এন জাম্বুসারিয়া বলেন, ‘‌আমরা জিএসটি আইন অনুযায়ী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকেএই কাজের জন্য দায়িত্ব দিয়ে থাকি। জিএসটির কাজ দ্রুত মেটানোর জন্য একজন অভিজ্ঞ পেশাদারের প্রয়োজন হয়। তাছাড়া জিএসটি আইনের আওতায় বিভিন্ন অ্যাকাউন্টে রেভিনিউ খুঁজে বের করা হয়। সে কারণে নথিপত্রগুলি একজন নথিভূক্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দিয়েই করানো উচিত।’‌

ঘরে বাইরে খবর

Latest News

শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.