মধ্যপ্রদেশের বিদিশায় একটি মিশনারি পরিচালিত কলেজে তুমুল চাঞ্চল্য। আসলে এবিভিপি ও সনাতন শ্রী হিন্দু উৎসব সমিতির সদস্যরা একটি গণেশের মূর্তি নিয়ে ওই কলেজে গিয়েছিলেন। এরপর তারা সেই মূর্তিটি ক্যাম্পাসের প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছিলেন। এরপরই কলেজ কর্তৃপক্ষ গোটা বিষয়টি পুলিশকে জানান। তারা নিরাপত্তার দাবি করেন। এরপরই বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে।
প্রায় দু ঘণ্টা ধরে এই ঝামেলা চলতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এদিকে কোনও পক্ষই তাদের অবস্থান থেকে সরে আসেনি বলে খবর।
এসডিএম পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু বার বার দুপক্ষকে বুঝিয়েও পরিস্থিতি কিছুতেই শান্ত হচ্ছিল না। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে।
এদিকে এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন তারা জোর করে এভাবে ক্যাম্পাসে গিয়ে গণেশ মূর্তি বসানোর ব্যাপারে আবদার করলেন সেটাও ঠিক পরিস্কার নয়। তবে কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। পরিস্থিতি ঘোরালো হতে পারে এই আশঙ্কায় দ্রুত পুলিশ ডাকে কলেজ কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত পুলিশ আসে। কলেজ ক্যাম্পাসে যাতে অশান্তি না ছড়ায় সেব্যাপারে নিশ্চিত করার জন্য সব ব্যবস্থা করে তারা।