রাত পোহালেই দিল্লি ভোটের ফলাফল প্রকাশ। তার আগে দিল্লির রাজনীতি সরগরম এক অভিযোগকে কেন্দ্র করে। সদ্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, দিল্লি ভোটে দলবদলের অফার দিয়ে আপের ১৬ জন বিধায়ককে ১৫ কোটি টাকা ঘুষ হিসাবে প্রস্তাব দিয়েছিল বিজেপি। এই বিস্ফোরক দাবির পরই দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের প্রিন্সিপাল সচিব চিঠি লেখেন মুখ্যসচিবকে। একটি তদন্তের নির্দেশ দেওয়া হয় ঘুষের অভিযোগ ঘিরে। তারপরই সদ্য কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় এসিবি।
অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)র একটি টিম সদ্য কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে বলে খবর। এর আগে, এসিবিকে দিয়ে এই ঘুষের অভিযোগের তদন্ত করার জন্য মুখ্যসচিবকে চিঠি লেখেন দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের প্রিন্সিপাল সচিব। তারপরই দেখা যায় এসিবির টিম পৌঁছায় কেজরিওয়ালের বাড়িতে। এদিকে, দিল্লি ভোটের ফলাফল গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারই মধ্যে এই ঘুষকাণ্ডের অভিযোগ ঘিরে সরগরম হয় দিল্লির রাজনীতি।
এদিন সকালে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে কেজরিওয়াল বলেন, ‘গত দুই ঘন্টায়, আমাদের ১৬ জন প্রার্থীর কল এসেছে যে তাঁরা যদি আপ ছেড়ে তাদের দলে যোগ দেন, তাহলে তাঁদের ওরা মন্ত্রী বানাবে এবং টাকা দেবে। তাঁদের প্রত্যেককে ১৫ কোটি টাকা দেবে।’ এদিকে, কেজরিওয়ালের এই বক্তব্যের পর পাল্টা গোটা অভিযোগই অস্বীকার করেছে বিজেপি। বিজেপির তরফে বলা হয়েছে,' অভিযোগগুলি মিথ্যা এবং ভিত্তিহীন এবং বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হয়েছে এবং ভোটের সমাপ্তির পরপরই দিল্লিতে আতঙ্ক ও অশান্তির পরিস্থিতি তৈরি করা হয়েছে।'
এদিকে, দিল্লিতে ভোটের পর এক্সিট পোল-এর সমীক্ষায় দেখা গিয়েছে বেশিরভাগ সমীক্ষক সংস্থাই দাবি করছে, পরিসংখ্যানে দিক থেকে ভোটে এগিয়ে থাকার বিপুল সম্ভাবনা বিজেপির। বহু পোলস্টারের দাবি, ৭০ আসনের দিল্লি বিধানসভা ভোটে বিজেপি ম্যাজিক ফিগার পার করতে পারে। প্রসঙ্গত, এই দিল্লি ভোটের ম্যাজিক ফিগার হল ৩৬।