কয়েকদিন আগেও লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে (একানা স্টেডিয়াম) হয়েছে আইপিএল-এর ম্যাচ। সেই স্টেডিয়ামের সামনে দেখা য়েত ক্রিকেটপ্রেমীদের উদ্দীপনা। তবে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় সেই স্টেডিয়ামের বাইরে মৃত্যু হল দু'জনের। জানা গিয়েছে সোমবার ঝড়ের জেরে ভেঙে পড়ে একানা স্টেডিয়ামের একটি হোর্ডিং বোর্ড। একটি চলন্ত গাড়ির ওপর গিয়ে পড়ে সেই বিশাল বোর্ডটি। এর জেরে গাড়িতে থাকা তিনজন গুরুতর ভাবে আহত হন। তাদেরকে শীঘ্রই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃত দু'জন মা এবং মেয়ে। মৃতদের নাম প্রীতি জগ্গি, বয়স ৩৮ বছর এবং অ্যাঞ্জেল, বয়স ১৫ বছর। তাঁরা গাজিপুর এলাকার ইন্দিরা নগরের বাসিন্দা।
জানা গিয়েছে, মা ও মেয়ে গাড়ি করে একটি শপিং মলে যাচ্ছিলেন। গাড়ির চালক সতরাজ তাঁদের সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় তিনিও আহত হয়েছেন। জানা গিয়েছে, স্টেডিয়ামের ২ নং গেটের সামনে থাকা সেই বিলবোর্ডটি ঝড়ের কারণে ভেঙে পড়ে যায়। দুর্ভাগ্যবশত চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে বোর্ডটি। এর জেরেই মৃত্যু হয় দু'জনের। এদিকে গাড়ির চালক সরতাজ এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে এই ঘটনায় পুলিশ আইনি পদক্ষেপ করার কথা ভাবছে বলে জানা গিয়েছে। এদিকে যে হোর্ডিংটি ভেঙে পড়েছে, সেটি আইপিএল সংক্রান্ত ছিল বলে জানা গিয়েছে। এই আবহে এই দুর্ঘটনার দোষ কার? স্টেডিয়াম কর্তৃপক্ষ, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা, বিসিসিআই নাকি লখনউ সুপারজায়ান্টসের ম্যানেজমেন্টের?
এদিকে এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিলবোর্ডে চাপা পড়ে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়িটি। সরতাজ কাতর কণ্ঠে গাড়ির ভিতর থেকে সাহায্যের আবেদন করে যাচ্ছে। পরে সেখানে পুলিশ আশে। গাড়ি থেকে তিন আরোহীকে কোনও ভাবে টেনে বের করা হয় এবং তাঁদের হাসপাতালে পাঠানো হয়। গাড়ির ওপর থেকে ভাঙা বিলবোর্ডটি সরানোর জন্য ক্রেন আনানো হয়েছিল। লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রীতি এবং তাঁর মেয়ে অ্যাঞ্জেলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।