প্রবল ঝড়বৃষ্টিতে শনিবারই নাগপুরে বিপর্যয়ের ছবি উঠে আসে। সেই দিন নাগপুরের বিমানবন্দরে বিপদের মুখে পড়েন ইন্ডিগোর দুই ইঞ্জিনিয়ার। নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরেই বাজ পড়ে আহত হন ওই দুই ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, তাঁরা ইন্ডিগো বিমান পরিষেবা সংস্থার কর্মী।
যে মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে যায়, সেই সময় ইন্ডিগোর আমেদাবাদ-নাগপুর-লখনউয়ের বিমান অবতরণ করে বিমানবন্দরে। সেই সময়ই বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফরা একে অপরের সঙ্গে ওয়াকি টকি নিয়ে কথা বলছিলেন। সেই সময়ই আচমকা পড়ে বাজ। যার জেরে দুই ইঞ্জিনিয়ার আহত হন। ইউনিকর্নের সংজ্ঞা ঘিরে রবিশঙ্করের নিশানায় রাহুল, BJPকে শশী দিলেন পাল্টা বাউন্সার
২৮ বছরের অমিত আম্বাতকর ও ৩৩ বছরের ঋষি সিংয়ের নিত্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিমান এলে তা পর্যবেক্ষণ করা। সেই রুটিন মাফিক কাজেই তাঁরা ছিলেন। তবে আচমকা বাজ পড়ে ওয়াকি টকির জেরে আহত হওয়ার এই ঘটনা ঘিরে ব্যাপক তুলকালাম তৈরি হয়। বাজ পড়ার সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন ঋষি আম্বাতকর। মুহূর্তে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হয়েছিল চোট গুরুতর রয়েছে। তবে আপাতত তাঁরা স্থিতিশীল। প্রাথমিকভাবে তাঁদের চিকিৎসা বিমানবন্দরেই করা হয়। সেখানের চিকিৎসকরা তাঁদের পর্যবেক্ষণের পর হাসপাতালে নিয়ে যান।