পাটনায় মেট্রো রেলের টানেল তৈরির সময় ভয়াবহ দুর্ঘটনা। টানেল তৈরির জন্য লোকো পিক আপ মেশিন পিষে দিল পর পর শ্রমিককে। দিওয়ালির আগে এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বভাবতই শোকের ছায়া এলাকায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আহত একাধিক জন।
জানা গিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, বিহারের পাটনায় মেট্রো তৈরির কাজ বহুদিন ধরেই চলছে। পাটনা বিশ্ববিদ্যালয়ের কাছে সোমবার রাতে চলছিল টানেল তৈরির কাজ। পাটনার পিরবাহার থানা এলাকার অন্তর্গত এলাকায় চলছিল কাজ। টানেল তৈরির কাজের সময়ই কোনওভবে ব্রেক ফেল করে যায় পিক আপ মেশিন। তখনই ঘটে দুর্ঘটনা। মুহূর্তে রক্তাক্ত হয়ে যায় ঘটনাস্থল। মৃত্যু হয় ২ জন শ্রমিকের। জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে ওই মেশিন পিষে দেয় কর্মরত শ্রমিকদের। পরিস্থিতি বুঝেই উপস্থিত সকলে, কর্মরত বাকিদের সরিয়ে নেন। ঘটনার জেরে অন্তত ১০ জন শ্রমিক আহত হন। আহতের মধ্যে তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। তারপরই ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জানা গিয়েছে মৃতরা ওড়িশার বসিন্দা।
( Dhanteras 2024 Tithi: ধনতেরাস ২০২৪ এ কলকাতায় সোনা, রুপো কেনার শুভ সময় কোনটি? রইল তিথি)
এদিকে, দুর্ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছে শ্রমিকমহল। তাঁরা ঘটনা নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। তাঁদের অভিযোগ, যে মেশিন নিয়ে টানেল নির্মাণের কাজ চলছিল, তার ঠিকঠাক দেখভাল করেনি প্রশাসন। তার জন্যই এই দুর্ঘটনা। মেট্রো কর্তৃপক্ষ বলছে, রাত ১০ টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাস্থলে একজন মারা যায় ছয়জন আহতকে মনোনীত নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয় যার মধ্যে একজন মারা যান এবং পাঁচজন চিকিৎসাধীন রয়েছে। আরও তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, রাতে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালের (পিএমসিএইচ) দিকে যাওয়ার আন্ডারগ্রাউন্ড মেট্রো সাইটে দুর্ঘটনাটি ঘটে। নিহত দুজনই ওড়িষার বাসিন্দা এবং তাদের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে।