আচার্য লক্ষ্মীকান্ত দীক্ষিত। অযোধ্য়ায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে তিনিই প্রধান পুরোহিত হিসাবে ছিলেন তিনি। শনিবার সকালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত কয়েকদিন ধরেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন। মণিকর্নিকা ঘাটে তাঁর শেষকৃত্য করা হবে। প্রসঙ্গত গত ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান পুরোহিত হিসাবে ছিলেন তিনি।
ওই পুরোহিত ছিলেন আসলে মহারাষ্ট্রের শোলাপুরের বাসিন্দা। কিন্তু তাঁর পরিবার দীর্ঘদিন ধরেই বারাণসীতে থাকেন। তাঁর প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'শ্রী লক্ষ্মীকান্ত দীক্ষিত ছিলেন কাশীর বিখ্য়াত স্কলার। তিনি ছিলেন রামজন্মভূমির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের প্রধান পুরোহিত। তাঁর প্রয়াণে আধ্য়াত্মিক জগতে বড় ক্ষতি হয়ে গেল…'
তিনি আরও লিখেছেন সংস্কৃত ভাষা ও ভারতীয় সংস্কৃতির উন্নতিতে তাঁর অবদান মানুষ মনে রাখবেন।
তিনি লিখেছেন ভগবান রামচন্দ্রের কাছে প্রার্থনা করছি যাতে তিনি তাঁর ভক্তকে তাঁর চরণে স্থান দেন। এই কষ্টকে সহ্য় করার শক্তি দেন তাঁর অনুগামীদের।
এদিকে তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অযোধ্য়াতেও।