অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আজ লখনউতে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত 2 ফেব্রুয়ারি তাঁকে এসজিপিজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর স্ট্রোক হয়েছিল। এই আবহে তিনি নিউরোলজি ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে আচার্য সত্যেন্দ্র দাসের বয়স ৮৫ বছর ছিল। এর আগে ২০২৪ সালের ১৫ অক্টোবর স্নায়ুর সমস্যার কারণে সত্যেন্দ্র দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেবারে তিনি চিকিৎসায় সেরে উঠেছিলেন। (আরও পড়ুন: ট্রাম্পকে হারাতে চাঁদা দেওয়া ইউনুস এখন মার্কিন সাহায্যের জন্যে হা-হুতাশ করছেন!)
আরও পড়ুন: 'গোটা দেশের শিল্পের ২৪ শতাংশ একসময়ে ছিল পশ্চিমবঙ্গে, এখন তা...'
এর আগে গত ৪ ফেব্রিয়ারি আচার্য সত্যেন্দ্র দাস হাসপাতালে ভর্তি হওয়ার পরে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স কর্তপক্ষ বিবৃতা জারি করে জানিয়েছিল, তাঁর স্ট্রোক হয়েছে। তাঁর ডায়াবেটিসের প্রবণতা ছিল। সঙ্গে হাইপারটেনসিভের প্রবণতা ছিল তাঁর। এই আবহে নিউরোলজি ওয়ার্ডের হাই ডিপেন্ডেন্সি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়েছিল। সেই সময়ই হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাঁর শারীরিক পরিস্থিতি অত্য়ন্ত সংকটজনক। অবশ্য জানানো হয়েছিল, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন। ডাঃ প্রকাশ চন্দ্র পান্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল। (আরও পড়ুন: 'এটা একটা ফেজ...', ভারতে এসে মোদী সরকারের 'প্রশংসা' বাংলাদেশি উপদেষ্টার গলায়)
আরও পড়ুন: ভান্সের ছেলে বিবেকের জন্মদিনের পার্টিতে চমৎকার সময় কাটালেন 'অমায়িক' মোদী
প্রসঙ্গত, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। তবে এর আগে থেকেই অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত নিযুক্ত করা হয়েছিল শ্রী সত্যেন্দ্র দাসকে। এরপর থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাম জন্মভূমি আন্দোলনে। দীর্ঘদিন ধরেই তিনি এই রাম মন্দির সম্পর্কিত বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আচার্য সত্যেন্দ্র দাস শৈশব থেকেই অযোধ্যার বাসিন্দা ছিলেন। এহেন সত্যেন্দ্র দাসের হাতেই শ্রী রাম জন্মভূমি মন্দিরে রামলালাল প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। (আরও পড়ুন: 'কেনার কী আছে, নিয়ে নেব...', গাজা নিয়ে আরও কড়া বার্তা ডোনাল্ড ট্রাম্পের)
এর মাঝে আবার সত্যেন্দ্র দাসকে উদ্ধৃত করে ভুয়ো খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল পোস্টে অসুস্থ সন্ন্যাসীর ছবি দিয়ে দাবি করা হয়েছিল, সত্যেন্দ্র দাস নাকি এর আগে মন্তব্য করেছিলেন, 'রাম মন্দির তৈরি হয়ে গেলে আর কোনও হাসপাতালের প্রয়োজন থাকবে না।' যদিও পরবর্তীকালে জানা যায়, সেই পোস্টটি ভুয়ো। এমন কোনও মন্তব্য সত্যেন্দ্র দাস করেননি।