বাংলা নিউজ > ঘরে বাইরে > Boris Johnson: ‘আচ্ছে দিনের ভাঁওতা’, ব্রিটেনের বরিস জনসনের কথা তুলে ‘অন্য় পিএম’কে খোঁচা কংগ্রেসের

Boris Johnson: ‘আচ্ছে দিনের ভাঁওতা’, ব্রিটেনের বরিস জনসনের কথা তুলে ‘অন্য় পিএম’কে খোঁচা কংগ্রেসের

জয়রাম রমেশ। কংগ্রেস নেতা (ANI Photo/Rahul Singh)

বরিস জনসন সম্পর্কে তদন্ত করেছিল সংসদীয় কমিটি। তাতে দেখা গিয়েছে যে তিনি হাউস অফ কমন্সকে বিপথে চালিত করেছেন।

অনিরুদ্ধ ধর

ইংল্যান্ডের সাংসদ পদ ছেড়েছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আর তারপরই সেই প্রসঙ্গ টেনে বিজেপি সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

ভারত আর ব্রিটিশ পার্লামেন্টের মধ্য়ে তুলনা টেনে জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, ব্রিটেনের সংসদীয় কমিটি তদন্ত করে দেখেছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদকে মিথ্যে কথা বলেছিলেন। তিনি সংসদ পদ ত্যাগ করেছেন। রাজনীতি ছেড়ে দিয়েছেন। তবে আরও প্রধানমন্ত্রী আছেন যারা রোজ পার্লমান্টে ও দেশের কাছে সত্যছাড়া বিশেষ ধরনের মিষ্টি প্রয়োগ করেন। ভাবুন তো তাঁরা যদি তাঁদেরকে কাজের জন্য , তাঁদের মিথ্যার জন্য দায়ী করা হয়, দেশের একাধিক জ্বলন্ত সমস্যার ক্ষেত্রে তাঁদের নীরবতার জন্য় দায়ী করা হয় তবে কেমন হবে। যেমন আগে বার বার বলা হত আচ্ছে দিনের কথা। নাম না করে একেবারে জোরালো আক্রমণ জয়রাম রমেশের।

বরিস জনসন সম্পর্কে তদন্ত করেছিল সংসদীয় কমিটি। তাতে দেখা গিয়েছে যে তিনি হাউস অফ কমন্সকে বিপথে চালিত করেছেন। কোভিড অতিমারিতে যে সমস্ত পার্টি লকডাউন ভেঙেছিল সেই সম্পর্কে তিনি মিথ্যে তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ।

 

তবে বরিস জনসন অবশ্য তাঁর বিবৃতিতে জানিয়েছেন আমি জেনেবুঝে পার্লামেন্টকে বিপথে চালিত করেছিল তেমন কোনও প্রমাণ তারা হাজির করতে পারেনি। এমনকী তিনি জানিয়েছিলেন যা বলা হচ্ছে তার মধ্যে যথার্থতা নেই।

তবে এবার নাম না করে সেই বরিস জনসনের প্রসঙ্গ তুলে তোপ দাগলেন কংগ্রেসের জয়রাম রমেশ। কার্যত আচ্ছে দিনের নাম করে দেশকে মিথ্যে বলা হয়েছিল বলেও পরোক্ষে আঙুল তুললেন তিনি। কার দিকে এই আঙুল তা নিয়ে অবশ্য তিনি স্পষ্ট করে কিছু না বললেও বুঝতে পারছেন অনেকেই।