বাংলা নিউজ > ঘরে বাইরে > Pawan Kalyan: গাড়ির মাথায় বসে নেতা ঢুকলেন গ্রামে! 'ফিল্মি' সোয়্যাগে ঠাসা পবন কল্যাণের এই ভিডিয়ো ভাইরাল

Pawan Kalyan: গাড়ির মাথায় বসে নেতা ঢুকলেন গ্রামে! 'ফিল্মি' সোয়্যাগে ঠাসা পবন কল্যাণের এই ভিডিয়ো ভাইরাল

পবন কল্যাণ চড়লেন গাড়ির মাথায়।

গাড়ির মাথায় একা বসে রয়েছেন পবল কল্যাণ। গাড়ি গতিতে দৌড়ানোয় তাঁর চুল তখন উড়ছে। গাড়ির জানলা দিয়ে বেরিয়ে রয়েছেন বহু সমর্থক। তাঁদের কারোর একটা হাত বসা অবস্থাতেই ধরে রেখেছেন পবন কল্যাণ। আর সেই গাড়ি নেতা পবন কল্যাণকে নিয়ে তিরবেগে ছুটে যাচ্ছে গন্তব্যের দিকে। গোটা দৃশ্য যেন কোনও ফিল্মের অংশকে তুলনায় টানতে পারে।

গন্তব্য ছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুরের ইপ্পাতাম গ্রাম। সেখানে অভিনেতা তথা নেতা পবন কল্যাণের পৌঁছনোটাই লক্ষ্য ছিল। তাঁর গ্রামে যাওয়ার পথের দৃশ্য যে ফিল্মি কায়দায় ভিডিয়ো বন্দি করা হয়, তা নিয়ে শোরগোল ইন্টারনেট মাধ্যমে। রাজনৈতিক দল জনসেনার প্রতিষ্ঠাতা দক্ষিণী এই তারকা। আর তিনিই সদ্য ওই গ্রামে যেতেই তাঁর ভিডিয়ো ভাইরাল হতে থাকে।

গাড়ির মাথায় একা বসে রয়েছেন পবল কল্যাণ। গাড়ি গতিতে দৌড়ানোয় তাঁর চুল তখন উড়ছে। গাড়ির জানলা দিয়ে বেরিয়ে রয়েছেন বহু সমর্থক। তাঁদের কারোর একটা হাত বসা অবস্থাতেই ধরে রেখেছেন পবন কল্যাণ। আর সেই গাড়ি নেতা পবন কল্যাণকে নিয়ে তিরবেগে ছুটে যাচ্ছে গন্তব্যের দিকে। গোটা দৃশ্য যেন কোনও ফিল্মের অংশকে তুলনায় টানতে পারে। এই দৃশ্যের ভিডিয়ো ইন্টারনেট মাধ্যমে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পবন কল্যাণের গাড়ির পিছনে যে গাড়িগুলি রয়েছে, সেগুলিও একইভাবে তীব্র গতিতে এগোচ্ছে। সেই চারচাকা গাড়ির মাথাতেও লোকজনের ভিড়। পাশে রাস্তায় বাইকে চড়েও অনেকে এগিয়ে যাচ্ছে। তাঁরাও সকলে তখন তাকিয়ে রয়েছেন পবল কল্যাণের দিকে। এমন দৃশ্যে ফিল্মের শ্যুটিংয়ের নয়, তা জানান দিয়ে জনসেনা পার্টি জানিয়েছে, পবন কল্যাণের গ্রামে ঢোকার দৃশ্য ড্রোনে ধরা হয়েছে মাত্র। আর সেটিই এমন দেখতে লাগছে।

অন্ধ্রপ্রদেশে সরকার কিছু এলাকা খালি করার উদ্দেশে কিছু পদক্ষেপ নিয়েছে। তার জেরে বহু মানুষের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। যে ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে গ্রামে দেখা করতে যান এই দক্ষিণী সুপারস্টার তথা রাজনৈতিক নেতা পবল কল্যাণ। কনভয়ের সামনের গাড়ির মাথায় বসে তাঁর এভাবে গ্রামে প্রবেশ করার দৃশ্য মুহূর্তে হয়ে ওঠে ইন্টারনেটে ভাইরাল। জানা গিয়েছে, এলাকায় আসার আগে তাঁর কনভয় এক মঙ্গলগিরি পুলিশ স্টেশনে দাঁড়িয়ে যায়। সেখানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে পবন কল্যাণ পৌঁছন ওই গ্রামে।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন