বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani-Ambani Pact: বড় সিদ্ধান্ত আদানি-আম্বানির, সবার অজান্তেই চুক্তি স্বাক্ষর দুই ধনকুবেরের

Adani-Ambani Pact: বড় সিদ্ধান্ত আদানি-আম্বানির, সবার অজান্তেই চুক্তি স্বাক্ষর দুই ধনকুবেরের

গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গ্রুপ এবং মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একে অপরের থেকে প্রতিভাবান কর্মী ছিনিয়ে না নেওয়ার জন্য চুক্তি করেছে বলে জানা গিয়েছে। এমনিতেই প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী সংগঠন একে অপরের প্রতিভাবান কর্মীদের নিজেদের দিকে টানতে চায়। তবে সেই প্রতিদ্বন্দ্বিতার পথে হাঁটবে না আম্বানি এবং আদানিরা।

অন্য গ্যালারিগুলি