Adani Enterprises Bond Plan Cancelled: হিন্ডেনবার্গ এফেক্ট! বন্ড বিক্রি করে ১,০০০ কোটি টাকা তোলার প্ল্যান বাতিল আদানির
Updated: 04 Feb 2023, 05:04 PM ISTগৌতম আদানির ফ্ল্যাগশিপ সংস্থা আদানি এন্টারপ্রাইজ। গত জানুয়ারিতেই প্রথমবারের মতো পাবলিক নোট ইস্যুয়েন্সের পরিকল্পনা করেছিল সংস্থা। এই বিষয়ে গত বছর ডিসেম্বরে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল ব্লুমবার্গে। তবে সেই হিন্ডেনবার্গের 'গুঁতো'য় এখন সেই পরিকল্পনা বিশ বাঁও জলে।
পরবর্তী ফটো গ্যালারি