আদানি গ্রুপের কয়েকটি সংস্থার লেনদেন, ব্যবসার হিসাবে নজরদারি চালাচ্ছি সেবি। সোমবার সংসদে এমনটাই জানাল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
ইতিমধ্যেই এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে আদানি গ্রুপ। সংস্থা জানিয়েছে, ভারতের সিকিওরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের (সেবি) নির্দেশমাফিক সমস্ত তথ্য দিতে তারা তৈরি। সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে আদানি গ্রুপ।
আইনপ্রণেতাদের প্রশ্নের লিখিত জবাবে অর্থ মন্ত্রক জানিয়েছে, 'বাজার সংক্রান্ত বিধি মেনে চলার বিষয়ে আদানি গ্রুপের কিছু সংস্থার তদন্ত করছে সেবি।'
অর্থ মন্ত্রক আরও জানিয়েছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এ বিষয়ে এখন কোনও তদন্ত করছে না। অন্যদিকে আয়কর আইনের অধীনে নির্দিষ্ট ধারার শর্তব্যাতিত কোনও করদাতার বিষয়ে তদন্ত হলেও সেই তথ্য প্রকাশ করা যায় না।
আদানি গ্রুপের এক মুখপাত্র বলেছেন, 'আমাদের গ্রুপ নিয়ম-বিধি নিয়ে বরাবরই স্বচ্ছ ছিল। ফলে নিজেদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস আছে।' এর পাশাপাশি তিনি বলেন, 'আমরা সর্বদা সেবির বিধিমালা সম্পূর্ণরূপে মেনে চলি। অতীতেও আমরা সেবির কাছে তাদের দাবিমাফিক সমস্ত তথ্য প্রদান করেছি। তবে সাম্প্রতিক অতীতে সেবি আমাদের সঙ্গে কোনও যোগাযোগ করেনি বা কোনও তথ্য চায়নি।'
আদানি গ্রুপ জানায়, ডিআরআই প্রায় পাঁচ বছর আগে একবার আদানি পাওয়ারকে শো-কজ করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল, আদানি পাওয়ার তাদের বিদ্যুত্ উত্পাদনের পরিকাঠামোর যা না দাম, তার থেকে বেশি করে দেখাচ্ছে।
'পরবর্তীকালে ডিআরআই আদানি পাওয়ারের পক্ষেই অর্ডার পাশ করে। তদন্তে দেখা যায় একটুও অতি-মূল্যায়ন করিনি আমরা,' জানান আদানি মুখপাত্র। তিনি বলেন, 'সংশ্লিষ্ট দফতর এখন ট্রাইবুনালে গিয়েছে এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।'
'আদানি গ্রুপ একটা দায়িত্বশীল কর্পোরেট সদস্য এবং সমস্ত আইন মেনে চলায় বিশ্বাসী,' জানিয়েছেন সংস্থার মুখপাত্র।