বাংলা নিউজ > ঘরে বাইরে > Adani gets Telecom Service License: জনসাধারণকে টেলিকম পরিষেবা প্রদানের ছাড়পত্র পেল আদানির সংস্থা: রিপোর্ট

Adani gets Telecom Service License: জনসাধারণকে টেলিকম পরিষেবা প্রদানের ছাড়পত্র পেল আদানির সংস্থা: রিপোর্ট

৫জি পরিষেবার সত্ত্ব আগেই কিনেছিল আদানি গোষ্ঠী। যদি... more

৫জি পরিষেবার সত্ত্ব আগেই কিনেছিল আদানি গোষ্ঠী। যদিও দাবি করা হয়েছিল সেটি নিজেদের ব্যবসা ক্ষেত্রে এবং বন্দরে ব্যবহার করা হবে। তবে এরই মাঝে সাধারণ জনগণকে মোবাইল পরিষেবা দেওয়ার অনুমোদন পেল আদানি গোষ্ঠী। এরপর আদানি গোষ্ঠীও জিও, এয়ারটেলকে টক্কর দিয়ে টেলিকম ব্যবসায় নামবে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।