এবার কেনিয়াতে বিদ্যুতের লাইনের সম্প্রসারন করবে ভারতের আদানি গ্রুপ। পিপিপি মডেলে এই কাজ করা হবে। আদানি গ্রুপ ও আফ্রিকা ৫০কে এই বরাত দেওয়া হচ্ছে। পাওয়ার ট্রান্সমিশন লাইন তৈরি করবে তারা। এজন্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলারের বরাত দেওয়া হয়েছে।
আফ্রিকা ৫০ নামে ওই সংস্থাটি হল আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের একটি ইউনিট।
কেনিয়া ভারতের আদানি গ্রুপ এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি ইউনিটকে বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য একটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ছাড় দিয়েছে, দেশটির রাষ্ট্রপতির একজন অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন।
বরাতের মূল্য ১.৩ বিলিয়ন ডলার, প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ডেভিড এনডি এক্স-এ একটি পোস্টে একথা বলেছেন।
‘কেট্রাকোর মাধ্যমে সরকার নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণের জন্য আদানি এবং আফ্রিকা ৫০ কে ছাড় দিয়েছে,’ এনডি লিখেছেন। 'তারা তাদের প্রকল্প দল নিয়োগ করছে। এই সঞ্চালন লাইনগুলির ব্যয় ১.৩ বিলিয়ন যা আমাদের ঋণ করতে হবে না।
আফ্রিকা ৫০ আফ্রিকান উন্নয়ন ব্যাংকের একটি অবকাঠামো বিনিয়োগ শাখা।
আদানি গ্রুপ এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক স্বাভাবিক ব্যবসায়িক সময়ের বাইরে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এদিকে দেশের প্রধান আন্তর্জাতিককে আদানি গ্রুপের কাছে ইজারা দেওয়ার জন্য কেনিয়া সরকারের একটি পৃথক পরিকল্পনা কেনিয়ানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এবং দেশটির বিমান চলাচল কর্মীদের ধর্মঘটের সূত্রপাত করেছে।
এই পরিকল্পনায় বিমানবন্দরের সম্প্রসারণে আদানির ১.৮৫ বিলিয়ন ডলার বিনিয়োগের বিনিময়ে জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরটি ৩০ বছরের জন্য আদানি গ্রুপকে ইজারা দেওয়া জড়িত।
আদানির গোষ্ঠী ভারতে সাতটি বিমানবন্দর পরিচালনা করে এবং প্রায়শই ক্ষমতাসীন সরকারগুলির আনুকূল্য অর্জনের জন্য ভারতের বিরোধী দলগুলির সমালোচনার মুখোমুখি হয়। ভারতীয় কর্মকর্তা ও আদানি গ্রুপ এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
পরিকাঠামো খাতে বছরের পর বছর ধরে জমে থাকা উচ্চ ঋণের বোঝায় জর্জরিত কেনিয়া । সেই দেশেই বিদ্যুৎ ব্যবস্থা
ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ জোগাড় করতে সরকারের কর বাড়ানোর একটি প্রস্তাবের মারাত্মক বিক্ষোভের জন্ম দেয় এবং সরকারকে প্রস্তাবটি বাতিল করতে বাধ্য করে।