আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের CEO বলেন, মহামারীর আগে মাত্র ৩০ কোটি যাত্রী যাতায়াত করতেন। আর সেই সংখ্যাটাই আগামী কয়েক বছরে ৩ গুণ বৃদ্ধি পাবে। বিমানবন্দরগুলি যে আগে এত ভিড় মোকাবিলার কথা ভেবে প্রস্তুত ছিল না, তার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি।
1/5দেশের আরও বেশ কিছু বিমানবন্দরে আধিপত্য বিস্তার করবে আদানি গোষ্ঠী। আর তার জন্য সরকারি বিডিং প্রক্রিয়াগুলিতে অংশ নেবে তারা। বুধবার এমনটাই জানালেন আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেডের সিইও অরুণ বনসল। ফাইল ছবি : রয়টার্স (AFP)
2/5আদানি বিমানবন্দরের CEO বলেন, আপাতত এই নীতি নিয়েই এগনো হচ্ছে। পরবর্তী সরকারি বিডিংগুলির মাধ্যমে আরও কিছু বিমানবন্দরে পৌঁছে যাব আমরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (AFP)
3/5বর্তমানে দেশের ৭টি বিমানবন্দর চালাচ্ছে আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড। সংস্থার CEO বলেন, 'আমার বিশ্বাস, আগামিদিনে ভারতের বিমান পরিবহণ ব্যবসা আরও বৃদ্ধি পানে। আগামী ৫-১০ বছরের মধ্যে ভারতীয় বিমানবন্দরগুলির মাধ্যমে প্রায় ৯০ কোটি যাত্রী যাতায়াত করবেন। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই) (AFP)
4/5বিষয়টি ব্যাখা করে তিনি বলেন, মহামারীর আগে মাত্র ৩০ কোটি যাত্রী যাতায়াত করতেন। আর সেই সংখ্যাটাই আগামী কয়েক বছরে ৩ গুণ বৃদ্ধি পাবে। বিমানবন্দরগুলি যে আগে এত ভিড় মোকাবিলার কথা ভেবে প্রস্তুত ছিল না, তার প্রমাণ আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। ফাইল ছবি- রয়টার্স (AFP)
5/5তিনি জানান, আাদনি এয়ারপোর্টস ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই বিপুল যাত্রী সংখ্যার সুষ্ঠু নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। সেই কারণে বিমানবন্দরে অযথা ভিড় মোকাবিলা করতে সক্ষম হয়েছে তারা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (AFP)